বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘নির্বাচন সুষ্টু করতে বন্ধুরাষ্ট্র সহায়ক হলে স্বাগত জানাব’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন কাউকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। যদি নির্বাচন সুন্দর-সুষ্ঠু হওয়ার জন্য কোনো বন্ধুরাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, আমরা স্বাগত জানাব।

শুক্রবার (১৭ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (ফোসা)-এর উদ্যোগে চ্যারিটি বাজার উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

যুক্তরাষ্ট্র সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে, সংলাপের বা অন্য কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ৫০ বছরের অধিক সময়ের বন্ধু দেশ। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বিনিয়গকারী দেশ। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ব্যবসার দেশ। তারা আমাদের সাথে সম্পর্ক আরও গভীর করতে চায়। এবং সে জন্য তারা বিভিন্ন সময়ে অনেক উপদেশ দেয়। আমরা সেই উপদেশগুলো যাচাই-বিচার করে যেটা আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো মনে হয়, সেটা গ্রহণ করি। সম্প্রতি তাদের কাছ থেকে সংলাপের প্রস্তাব এসেছে। আওয়ামী লীগ কখনও সংলাপে পিছপা হয় না। আওয়ামী লীগ মনে করে সংলাপ ভালো, যদি নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার জন্য কোনো বন্ধুরাষ্ট্র আমাদের সহায়কের ভূমিকা পালন করে, আমরা স্বাগত জানাব।

বিদেশে অবস্থানরত সাংবাদিকরা বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে টেনে আনে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আগামী নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক মুখোমুখি অবস্থানের দিকে যাবে কি না— এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয়ই যাবে না। পৃথিবীতে প্রায় ১৭৩টা দেশে নির্বাচন হয়। আমেরিকা কী ১৭৩টা দেশ সম্পর্কেই বলে, না। বাংলাদেশ নিয়ে প্রতিদিন আমেরিকার একটি বক্তব্য থাকে। এর মূল কারণ হলো— আমাদের বাঙালিরাই তাদের জোর করে আভ্যন্তরীন বিষয়ে টেনে আনে। তারাই বলেছে, তারা কোনো দলকে সমর্থন করে না। সব দল আমাদের কাছে সমান। তার পরেও আমাদের এই বাঙালি সাংবাদিকরা জোর করে টেনে আমাদের অভ্যন্তরীন বিষয়ে যুক্ত করার চেষ্টা করে। এটা খুবই দুঃখজনক যে, আমাদের লোকরাই আমাদের দেশ ধ্বংস করার জন্য এক পায়ে দাঁড়িয়ে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা কিন্তু সবসময় বলছে, তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তার মধ্যে কখনও কখনও তারা যোগ করে সংঘাতবিহীন নির্বাচন। আমি আগেও আপনাদের বলেছি, আমাদের এই উপমহাদেশে নির্বাচনের সময় যথেষ্ট সংঘাত হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের প্রতিবেশি রাষ্ট্র একটি পরিপক্ব গণতন্ত্র, সেখানেও সংঘাত হয়, আমাদের দেশেও হয়। তবে দিনে দিনে কমছে। সংঘাত দূর করতে সব দলের ঐকান্তিক ইচ্ছা এবং আন্তরিকতা থাকতে হবে।

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, কিন্তু দুঃখের বিষয়, বিএনপি ২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ শোভাযাত্রা করার ঘোষণা দেউ। কিন্তু সেখানে তাদের মূল লক্ষ্যই ছিল জ্বালাও-পুড়াও-অগ্নিসন্ত্রাস। এমনকি যারা কোনো দলের নয়, যেমন বিচারক, পুলিশ, হাসপাতাল- সেগুলাও তারা জ্বালাপ-পুড়াও করল। সাধারণ মানুষের প্রায় ১৫৪টি গাড়ি জ্বালাও-পুড়াও করল। এটা তো শান্তিপূর্ণ শোভাযাত্রা না।

তিনি বলেন, আমরা আশা করব, যারা বিপথগামী দল আছে। যারা এখনও উপনিবেশিক মনমানসিকতায় ভুগে , তাদের পরপক্বতা অর্জিত হবে, এবং তারা নির্বাচনমুখি হবে। আমরা যেন অত্যন্ত মডেল একটি নির্বাচন করতে পারি তাতে তারা আমাদের সাহায্য করবে।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (এফওএসএ) আয়োজিত চ্যারিটি বাজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে ছাত্রদল সমর্থিতবিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতাবিস্তারিত পড়ুন

জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু’ নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি
  • আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • ডাকসু নির্বাচন : বিজয়ীদের অভিনন্দন বিএনপির
  • ১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন
  • ডাকসু নির্বাচনে ভিপি পদে ১, ২ ও ৩টি করে ভোট পেলেন যারা
  • স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
  • ডাকসু নির্বাচনে জয়ী হলেন যারা
  • ঢাবির ইতিহাসে প্রথম ডাকসু নির্বাচনে জয়ী স্বামী-স্ত্রী
  • যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম
  • ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
  • ডাকসু নির্বাচনে সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত
  • ডাকসু নির্বাচনে জয়ের পথে শিবিরের সাদিক কায়েম ও ফরহাদ