রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে জোট গঠনে ব্যর্থ বড় দুই দল

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একাধিক বৈঠক করেও জোট গঠনে একমত হতে পারছে না মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

শনিবার দুই দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় কমিটির (সিসিসিএস) তৃতীয় বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ক্ষমতা ভাগাভাগির ফর্মূলা চূড়ান্ত করতে সোমবার দুই দল ফের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকের পর পিএমএল-এনের এক সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়েছে, উভয় পক্ষে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শক্তিশালী একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ঘোষণায়।

দল দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দল যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। যথেষ্ট অগ্রগতিও হয়েছে। তবে হাতে থাকা বিষয়গুলো চূড়ান্ত করতে আরও আলোচনা প্রয়োজন।

পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, বৃহস্পতিবার দুই দলের প্রতিনিধিরা প্রথম বৈঠকে আলোচনা হওয়া প্রস্তাবগুলো মূল্যায়ন করতে আরও বেশি সময় নেওয়ার চেষ্টা করেছে।

পিএমএল-এনকে সরকার গঠন এবং তাদের নতুন প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থনেরও আশ্বাস দিয়েছে পিপিপি। তারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও মন্ত্রীপদও চায়নি। কেবল প্রেসিডেন্ট এবং স্পিকারের মতো পদ চেয়েছে পিপিপি।

কিন্তু পিএমএল-এন প্রেসিডেন্ট এবং স্পিকারের মতো পদগুলো পিপিপি কে দিতে চাইছে না। এমনটিই বলছেন পিপিপি’র এক নেতা।

পিপিপি পার্লামেন্টের দুই কক্ষেই সাংবিধানিক শীর্ষ পদগুলো চাইছে। কারণ তাদের আশঙ্কা পিএমএল-এন এর আমলে পার্লামেন্ট হারানো মর্যাদা ফিরে পেতে পারবে না।

পিপিপি নেতার কথায়, পিএমএল-এন এর অতীত রেকর্ড ভালো না। এমনকি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পিডিএম সরকারে পিএমএল-এন পার্লামেন্টে কয়েকটি বিধি চালু করেছিলেন জোর শরিকদের সঙ্গে আলোচনা না করেই।

পিপিপি’র কয়েকটি সূত্র বলেছে, এখন পর্যন্ত দল সাংবিধানিক এবং পার্লামেন্টারি পদগুলোর জন্য কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করেনি। এসব পদে কাকে বিবেচনা করা হবে তার সবই নির্ভর করছে কমিটিগুলোর মধ্যে চলমান আলোচনার ওপর।

এ বিষয়টি ছাড়াও আরও যে বিষয়টি কমিটিগুলোর আলোচনা বিষয়বস্তুর মধ্যে আছে তা হল প্রদেশগুলোর জন্য উন্নয়ন তহবিল বরাদ্দের বিষয়টি।

পিএমএল-এন নেতারা প্রদেশগুলোর জন্য বিশেষ করে সিন্ধুর জন্য বিনা বাধায় তহবিল ছাড় করবেন সে আশ্বাস দলটির কাছ থেকে চাইছে পিপিপি।

একই রকম সংবাদ সমূহ

দেড় ঘণ্টার ভিডিওতে হাসিনাকে নিয়ে একটি কথাও বলেননি ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুঞ্জন— যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শেখবিস্তারিত পড়ুন

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় নিহত ৩৮

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ১০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে পাকিস্তান

বাংলাদেশের ১০০ শিক্ষার্থীর জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফবিস্তারিত পড়ুন

  • আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত
  • জনবল সংকট : দক্ষ কর্মী ভিসার সংখ্যা বাড়াচ্ছে জার্মানি
  • জ্বালানি তেল নিয়ে সুসংবাদ, নেপথ্যে চীন
  • বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনিরা!
  • আন্তর্জাতিক বাজারে আরো কমলো জ্বালানি তেলের দাম
  • হাত কাঁপছিলো-কপাল ঘর্মাক্ত, কালিমা পাঠ শেষেই হেসে উঠলেন
  • সোলেইমানি হত্যার বিচার নিশ্চিত করার অঙ্গীকার তেহরানের
  • বাংলাদেশ-পাকিস্তান সমুদ্র যোগাযোগ চালু, উদ্বিগ্ন ভারত
  • বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল
  • সংস্কারের পরেই নির্বাচন: এএফপিকে ড. ইউনূস
  • বিশ্বে ৮০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত
  • বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়: মার্কিন পররাষ্ট্র দপ্তর