সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিংড়ী ইউনিয়নে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্াক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা থেকে জনসভায় পরিনত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভায় পরিনত হওয়ায় আমি আজ আপনাদের ভালোবাসায় ধন্য এবং সিক্ত। আপনারা যে আমাকে ভালোবাসেন এবং আমাকে আবারও ঈগল প্রতীকে ভোট দিয়ে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত করতে চান এই গণজোয়ার দেখে বুঝতে পেরেছি। আপনাদের এই গণজোয়ার তার প্রমাণ। আমি আপনাদের ঋণ উন্নয়ন ও ভালোবাসা দিয়ে শোধ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের দোয়া, ভোট ও ভালোবাসায় সাতক্ষীরা-২আসনে ঈগল প্রতীকের বিজয় মালা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায়।

মিথ্যাচার করে কখনও সফল হওয়া যায়না। মহান আল্লাহ আমাকে ভালোবাসেন। ইনশাল্লাহ আমি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হবো।” ফিংড়ী ইউনিয়নে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হলেন এমপি রবি। ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা জনসমূদ্রে পরিনত।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্র্রীয় কমিটির শিক্ষা ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম খান সজিব, নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিনূর রহমান মঈন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, ইউপি সদস্য সাংবাদিক আবু সালেক, ইউপি সদস্য ইউসুফ সরদার, সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সদস্য ওয়াহিদুল ইসলাম খান সজিব তার বক্তব্যে বলেন, “সাতক্ষীরা-২ আসনে নৌকা নেই। যেখানে নৌকা নেই সেখানে জননেত্রী শেখ হাসিনার প্রতীক ঈগল। সাতক্ষীরা-২আসনে নৌকার মাঝি ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ভাই।

সাতক্ষীরা-২আসনে নৌকা নেই সেহেতু ঈগলই আমাদের নৌকা। যারা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার সৈনিক তারা কখনও দলের আদর্শ্যের সাথে বেইমানি করতে পারেনা। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী নেতা কিভাবে তারা দলের বিপক্ষে গেল এবং দলের মানুষের বিরুদ্ধে অবস্থান নিল। লাঙ্গল আমাদের আদর্শ্যের বিপক্ষ দল।”

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, যুবনেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ইঞ্জিনিয়ার ফাহমিদ আহমেদ তারিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ।

সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বি শাওন, সাইদুর রহমান অপু, মহাসীন, পৌর ২নং আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ। ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় ঈগল প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঈগল প্রতীকের জারি পরিবেশন করেন আকতার বয়াতি। এসময় দলীয় নেতাকর্মী, এলাকার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি ও ইউপি সদস্য মাহফুজ সরদার।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত

বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণবিস্তারিত পড়ুন

‘সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না’

সংস্কার না করে জাতীয় সংসদ আর স্থানীয় সরকার- কোনো নির্বাচন করেই ভালোবিস্তারিত পড়ুন

ভোমরায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান

গাজী হাবিব, সাতক্ষীরা: সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সাতক্ষীরা সদরের ভোমরায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত
  • আশাশুনিতে স্কুলের জমি জবর দখলে বাঁধা দেওয়ায় ইজারা গ্রহিতাকে মারপিট: আটক ১
  • আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে: আইন উপদেষ্টা
  • যাদের উসকানিতে মাঠে নামছে আওয়ামী লীগ
  • ‘নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
  • কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের
  • সাতক্ষীরায় সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন
  • কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মহাত্মা হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
  • আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ