ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ আজ, অথচ অনেক বাড়ি ও এলাকায় যাননি তথ্য সংগ্রহকারীরা
ভোটার তালিকা হালনাগাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম ৩ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। অথচ এখনো অনেক এলাকায় বাড়ি-বাড়ি যাননি তথ্য সংগ্রহকারী ব্যক্তিরা।
আগামি ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, এই কার্যক্রম চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
ইসি ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু করে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘তথ্য সংগ্রহের কাজ রবিবার শেষ হচ্ছে। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে ছবি তোলা, আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করা হবে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।’
ভোটার হালনাগাদের জন্য ৬৫ হাজার জনবল নিয়োগ করা হয়েছে। এই কর্মীরা দেশের মোট জনসংখ্যার ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত করার লক্ষ্যে কাজ করবেন।
ইসির তথ্য অনুযায়ী, সর্বশেষ হালনাগাদে ভোটার সংখ্যা: ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এবারের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে যোগ হতে পারে: ১৯ লাখ নতুন ভোটার। ২০২২ সালে নেওয়া তিন বছরের তথ্যের শেষ ধাপে যুক্ত হতে পারে: ১৮ লাখ নতুন ভোটার।
এদিকে অনেকে জানান, তাদের বাড়িতে এখন পর্যন্ত তথ্য সংগ্রহকারী কোন ব্যক্তি যাননি। এমনকি কোন কোন পাড়ায় তথ্য সংগ্রহকারী কর্মকর্তাদের যাননি।
ভোটার তালিকা হালনাগাদের ইতিহাস
২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এখন পর্যন্ত ছয়বার হালনাগাদ করা হয়েছে।
পূর্ববর্তী হালনাগাদের বছর:
-২০০৯-২০১০
-২০১২-২০১৩
-২০১৫-২০১৬
-২০১৭-২০১৮
-২০১৯-২০২০
-২০২২-২০২৩
ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র
-১৭ ডিজিটের অনলাইন জন্মসনদ।
-জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
-নিকট আত্মীয়ের এনআইডি (পিতা-মাতা, ভাই-বোন ইত্যাদি)।
-এসএসসি/দাখিল/অষ্টম শ্রেণির সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
-ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদ ইত্যাদি)।
ভোটার হওয়ার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
-নাম, পিতামাতার নাম ও জন্ম তারিখ যথাযথভাবে লিখতে হবে। (ভোটার তালিকায় সঠিকভাবে নাম অন্তর্ভুক্ত করতে সচেতন থাকতে হবে।)
-জন্ম তারিখ জন্ম সনদ বা শিক্ষা সনদের সঙ্গে মিল থাকতে হবে।
-স্থায়ী ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে।
-একাধিকবার ভোটার হওয়া যাবে না (এটি আইনত দণ্ডনীয় অপরাধ)।
নির্বাচন কমিশন সতর্ক করে জানিয়েছে, ‘দ্বৈত ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এটি সহজেই শনাক্ত করা সম্ভব।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)