শুক্রবার, জুলাই ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব’২৪ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কবিতা পরিষদ, সাতক্ষীরা-এর আয়োজনে ২০ ডিসেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ৯টায় তালা উপজেলার ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার মিলনায়তনে ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ শ্লোগান শীর্ষক বিশতম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। তিন পর্বের কবিতা উৎসবের প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও উৎসব সংগীত পরিবেশনের মধ্যদিয়ে কবিতা উৎসবের শুভ শুচনা করা হয়। প্রথম পর্বে কবিতা পরিষদ সাতক্ষীরার সভাপতি মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্বে ও কবি গুলশান আরা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ।
কবিতা উৎসবে প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ শ্লোগান শীর্ষক এই কবিতা উৎসব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এটি যুগোপযোগী একটি স্লোগান। সমাজে বৈষম্য থাকবেনা, কিন্তু কবিতা থাকবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের উদজীবীত হওয়ার পাশাপাশি তিনি তরুণদের ভাষা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহবান জানান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি সিটি কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বাচিকশিল্পী সবুজ শামীম আহসান। অনুষ্ঠানে ‘বৈষম্যের বিরুদ্ধে কবিতা’ শ্লোগান শীর্ষক বিশতম কবিতা উৎসব পত্রিকার মোড়ক উন্মোচন এবং তিনজন গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কামরুল ইসলাম ফারুক কে কবিতায়, সৈয়েদ একতেদার আলী কে আবৃত্তিশিল্পে এবং গবেষণায় এএফএম এনামুল হক কে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এসময় গুণিজনের অনুভূতি প্রকাশ করেন পদকপ্রাপ্তরা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামান। উৎসব সংগীত পরিবেশন করেন সাতক্ষীরার প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু। ঘোষণাপত্র পাঠ করেন আরশি বাউল। শোক প্রস্তাব পাঠ করেন মিল্টন সানা, প্রধান সন্বয়কারীর বক্তব্য রাখেন হেলাল সালাহউদ্দীন, বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক শিরিন সাদী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১১টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লেখিকা নাজমুন নাহার’র সভাপতিত্বে খান বাহাদুর আহছানউল্লাহ ও তাঁর সাহিত্য কর্ম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারি অধ্যাপক প্রবন্ধকার মোঃ মনিরুল ইসলাম। আলোচনা করেন কবি আব্দুল ওহাব আজাদ, ড. মুহাম্মদ আখতারুজ্জামান ও কবি শহিদুর রহমান। অনুষ্ঠানের তৃতীয় পর্বে বেলা ৩টায় স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবি স ম তুহিন’র সভাপতিত্বে আলোচক ছিলেন ড. মুহাম্মদ আখতারুজ্জামান। স্বরচিত কবিতা পাঠ করেন কবি কামরুল ইসলাম ফারুক, কবি শহিদুর রহমান, কবি সৈয়দ একতেদার আলী, কবি স ম তুহিন, কবি সুকুমার দাশ বাচ্চু, কবি গুলশান আরা, কবি শিরিন সাদী, কবি দিলীপকুমার দিব্যানন্দ, প্রধান শিক্ষিকা নাসিমা সুৃলতানা, শাহনাজ পারভিন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, বাবুল আক্তার, তপু মন্ডল, সরদার মোঃ নাজিম উদ্দীন, হেলাল সালাহউদ্দীন, সুমন হাসান, অধ্যাপক প্রশান্ত রায়, নারায়ণ সাধু, বিশ্বাস আবুল কালাম প্রমুখ। আবৃত্তি করেন আবুবক্কর সিদ্দীক, ফাহরিয়া ইসলাম, মন্ময় মনির, মনিরুজ্জামান ছট্টু, এটিও মাসুদুর রহমান, হেনরী সরদার, মহাথির রহমান, মুবীন রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত হলো লবণসহিষ্ণু গমের নতুন জাত

মিঠুন সরকারঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদল ‘জিএইউ গম-১’ নামে লবণসহিষ্ণু গমের একটিবিস্তারিত পড়ুন

তদন্তে সেনা সদস্যদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা

গুমের সঙ্গে কোনো সেনাসদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ নেবেবিস্তারিত পড়ুন

  • সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা
  • সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি: মির্জা ফখরুল
  • এসএসসির ফল প্রস্তুত, জানা গেল সম্ভাব্য তারিখ
  • এনবিআরের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • লবনাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নেয়ার উপায় নির্ধারণে কৃষক প্রশিক্ষণ
  • আশুরার রোজা এক বছরের গুনাহ মাফের সুযোগ
  • ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম
  • ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
  • ২০১৮’র প্রহসনের নির্বাচনের আগে গোপন বৈঠক হয় যেখানে
  • সংসদ নির্বাচনে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১