বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খাবারের খোঁজে আসা ভারতীয় হনুমান গুরুতর জখম

সাতক্ষীরার সীমান্তবর্তী বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় কুকুরের আক্রমণে ভারতীয় হনুমান গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা হনুমানটিকে উদ্ধার করে খাবার দিয়েছে। কিন্তু চিকিৎসার উদ্যোগ নিতে পারেননি। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ছয়ঘরিয়া মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাহিন আলম জানান, সকালের দিকে ভারত থেকে চারটি হনুমান গ্রামের মধ্যে প্রবেশ করে। ছয়ঘরিয়া মাদরাসার পাশে ফারুক মোল্লার বাড়ি এলাকায় একদল কুকুর হনুমানগুলোকে আক্রমণ করে। এ সময় তিনটি হনুমান গাছে উঠে পালায়। তবে একটিকে ধরে ফেলে কুকুর। গাছে উঠার চেষ্টা করেও উঠতে পারেনি।

তিনি জানান, হনুমানের শরীরের ও ডান হাতে কুকুর কামড়ে গুরুতর জখম করেছে। বর্তমানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হনুমানটিকে খাবার দিলে খাচ্ছে। তবে এখনো কোরো চিকিৎসার ব্যবস্থা করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, খাবারের সন্ধানে সম্ভবত ভারত থেকে একদল হনুমান এসেছিল পাশের দেশ ভারত থেকে। কুকুরের কামড়ে একটি জখম হয়েছে। বর্তমানে হনুমানটি ফারুক মোল্লার বাড়ির গাছে বেঁধে রাখা অবস্থায় রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এটি ভেটেনারি চিকিৎসক চিকিৎসা করবেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ব্যবস্থা নেবেন। সেখানে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে একাধিকবার কল করেও ফোনে পাওয়া যায়নি।

বৈকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি হনুমানকে উদ্ধার করে বেঁধে রাখা হয়েছে। হনুমানটি গুরুতর জখম। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা, বনবিভাগকে জানিয়েছি কিন্তু কেউ চিকিৎসার ব্যবস্থা করেনি।

তিনি বলেন, প্রতি বছরই এভাবে হনুমানরা এলাকায় প্রবেশ করে কিছুদিন থাকার পর চলে যায়। কোন পথে আসে আর কোন পথে চলে যায় সেটি সেভাবে কেউ খবর রাখে না। কুকুরের হামলার ঘটনা এই প্রথম ঘটেছে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ্ আস সাদিক বলেন, হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যেখানে হনুমানটি রয়েছে আপাতত সেখানেই থাকুক। সকালেই (শুক্রবার) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেল থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রে*প্তা*র

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামী সাইফুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি ক্ষতিপূরণে অবস্থান কর্মসূচি ও মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জলবায়ু ক্ষতিপূরণে গঠিত দাবি আদায়েরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, সংস্কারের দাবি
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন
  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম
  • সাতক্ষীরার বল্লীতে জামায়াতের কর্মী সম্মেলন
  • সাতক্ষীরায় স্কুল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম
  • সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির র‍্যালি
  • সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন