বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খাবারের খোঁজে আসা ভারতীয় হনুমান গুরুতর জখম

সাতক্ষীরার সীমান্তবর্তী বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় কুকুরের আক্রমণে ভারতীয় হনুমান গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা হনুমানটিকে উদ্ধার করে খাবার দিয়েছে। কিন্তু চিকিৎসার উদ্যোগ নিতে পারেননি। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ছয়ঘরিয়া মাদরাসার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাহিন আলম জানান, সকালের দিকে ভারত থেকে চারটি হনুমান গ্রামের মধ্যে প্রবেশ করে। ছয়ঘরিয়া মাদরাসার পাশে ফারুক মোল্লার বাড়ি এলাকায় একদল কুকুর হনুমানগুলোকে আক্রমণ করে। এ সময় তিনটি হনুমান গাছে উঠে পালায়। তবে একটিকে ধরে ফেলে কুকুর। গাছে উঠার চেষ্টা করেও উঠতে পারেনি।

তিনি জানান, হনুমানের শরীরের ও ডান হাতে কুকুর কামড়ে গুরুতর জখম করেছে। বর্তমানে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হনুমানটিকে খাবার দিলে খাচ্ছে। তবে এখনো কোরো চিকিৎসার ব্যবস্থা করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, খাবারের সন্ধানে সম্ভবত ভারত থেকে একদল হনুমান এসেছিল পাশের দেশ ভারত থেকে। কুকুরের কামড়ে একটি জখম হয়েছে। বর্তমানে হনুমানটি ফারুক মোল্লার বাড়ির গাছে বেঁধে রাখা অবস্থায় রয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এটি ভেটেনারি চিকিৎসক চিকিৎসা করবেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ব্যবস্থা নেবেন। সেখানে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

এদিকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাকে একাধিকবার কল করেও ফোনে পাওয়া যায়নি।

বৈকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি হনুমানকে উদ্ধার করে বেঁধে রাখা হয়েছে। হনুমানটি গুরুতর জখম। ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা, বনবিভাগকে জানিয়েছি কিন্তু কেউ চিকিৎসার ব্যবস্থা করেনি।

তিনি বলেন, প্রতি বছরই এভাবে হনুমানরা এলাকায় প্রবেশ করে কিছুদিন থাকার পর চলে যায়। কোন পথে আসে আর কোন পথে চলে যায় সেটি সেভাবে কেউ খবর রাখে না। কুকুরের হামলার ঘটনা এই প্রথম ঘটেছে।

বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ্ আস সাদিক বলেন, হনুমানটি উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যেখানে হনুমানটি রয়েছে আপাতত সেখানেই থাকুক। সকালেই (শুক্রবার) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ২ নারীসহ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৮ জন চুড়ান্ত

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোচিং সেন্টার বন্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশণা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কঠোর নির্দেশনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা শহরে পলাশপোল বউ বাজারে সরকারের খোলা বাজারের খাদ্যবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৯-১৫ বছর বয়সী ৫লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে
  • সাতক্ষীরায় ঘেরের আইলে সবজি চাষে নতুন সম্ভাবনা
  • সাতক্ষীরায় ভেজাল সার তৈরির অভিযোগে ১ ব্যক্তিকে জরিমানা
  • সাতক্ষীরায় চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির সাঁজা
  • সাতক্ষীরার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, সভা, বৃক্ষরোপন
  • সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আমন ধান রোপণে লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা
  • স্বদেশ আসকএর উদ্যোগে স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে কোরআন বিতরণ
  • “পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বানানো যাবে না”
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা