কলারোয়ার ছেলে ইমরোজ ডাকসু নির্বাচনে জহুরুল হক হলের ভিপি প্রার্থী


শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ার ছেলে ডাকসু নির্বাচনে জহু হলের ভিপি পদে লড়ছেন। আগামি ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃতি শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে প্রতিদ্বনিতা করছেন।
জানা গেছে, পিতা মো. খলিলুর রহমান ও মাতা জেসমিন নাহারের ৩ ছেলে ১ মেয়ের মধ্যে ইমরোজ মেজ ছেলে। আহসান হাবীব ইমরোজ ছোট বেলা থেকেই মেধাবী ছিল। সে যুগীখালী পাইকপাড়া সরকারি প্রাইমারী স্কুল থেকে ৫ম শ্রেনী উত্তীর্ণ হয়ে কামারালী দাখিল মাদ্রাসা থেকে ৪.৮৫ জিপিএ নিয়ে ২০১৭ সালে দাখিল পাস করে। কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৯ সালে ৪.৮৬ জিপিএ নিয়ে আলিম পাস করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামি স্টাডিজ বিষয়ে অনার্স-মাস্টার্স শেষ করে অনার্স ২য় পাঠে অধ্যায়নরত আছে।
মো. আহসান হাবীব ইমরোজ (ব্যালেট নং ৪) সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে সরব আছেন। সে ইতোমধ্যেই ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সমর্থন কামনা করছেন।
ইমরোজ জানান, তিনি নির্বাচিত হলে নিন্মলিখিত কাজগুলো করার শতভাগ চেষ্টা চালিয়ে যাবেন-
১। হলের সৌন্দর্য বন্ধন ও আধুনিকায়ন করা।
২। হলের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়ন করা।
৩। অবকাঠামো ও সংস্থাপনের দিকে নজর দেওয়া।
৪। অভ্যন্তরীণ হল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা।
৫। মেধা মূল্যায়নের জন্য বাৎসরিক একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড সিস্টেম প্রবতর্ন করা।
৬। ক্যান্টিন স্থাপনের জন্য পদক্ষেপ গ্রহন করা।
৭। আধুনিক মানের সাইকেল স্ট্যান্ড নির্মাণ।
৮। ইনিস্টিউট ও হোস্টেলের মধ্যে যাতায়াতের সুবিধার্তে নতুন গেইট তৈরির পদক্ষেপ নেওয়া।
৯। হোষ্টেলের নিরাপত্তা বেষ্টনী মজবুত করন।
১০। ইনডোর গেমসের জন্য রুম বরাদ্দ এবং পর্যাপ্ত উপকরণ সরবরাহ নিশ্চিত করা।
সকল শিক্ষার্থীদের কাছে যেয়ে দোয়া ও ভোটের প্রত্যাশা করছেন তিনি।
জয়ের বিষয়ে তিনি বলেন, আল্লাহ চাইলে হবে, ইনশাআল্লাহ।
সে কলারোয়াবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

জুলাইয়ের ঘটনার জন্য অনুতপ্ত ও লজ্জিত : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন,বিস্তারিত পড়ুন

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালেবিস্তারিত পড়ুন

সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করেবিস্তারিত পড়ুন