বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহিত করতে সরকার প্রণোদনা দিয়ে চলেছে- প্রতিমন্ত্রী স্বপন

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- জননেত্রী শেখ হাসিনা সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে বদ্ধ পরিকর। এজন্য কৃষি সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অধিক ফসল উৎপাদনে কৃষকদের প্রণোদনা দিয়ে চলেছে। ফলে একদিকে কৃষক ফসল উৎপাদনে অধিক উৎসাহি হবে অপরদিকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনা হিসেবে সার-বীজ উদ্বোধন ও বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন- জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মূখে হাসি ফুটাতে এ ধরনের নানা পদক্ষেপ গ্রহন করেছে। সরকার কৃষিখাতে গুরুত্ব দেওয়ায় দেশে খাদ্য সংকট নেই। দেশের মানুষ অভূক্ত থাকে না। ভবিষ্যতেও থাকবে এজন্য সরকার নানা কার্যক্রম হাতে নিয়েছে। অথচ সরকারের সাফল্য ম্লান করতে বিরোধী গোষ্টি নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আন্দোলনের নামে দেশে ফের অশান্তি সৃষ্টির পায়তারা করছে। এই অপশক্তির সব ষড়যন্ত্র রুখতে সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহীন ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আবদুল আলমি জিন্নাহ, ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, ওসি শেখ মনিরুজ্জামান, তুলসী দাস বসু প্রমূখ।

কৃষি অফিসার জানান- এদিন উপজেলা ৪ হাজার ৭শ’ প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এ ছাড়া ১শ’ ৮০ কৃষকের মাঝে ১২শ’ টাকার সমমূল্যের তৈলবীজ ও সারসহ নানা কৃষি উপকরন প্রদান করা হয়েছে। এরপর প্রতিমন্ত্রী উপজেলার ১৭ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে ৯৪টি বাইসাইকেল ও ১শ’ ৬৪ জনকে নতুন পোষাকসহ নানা উপকরণ প্রদান করা হয়।

এদিকে দীর্ঘ ৪ বছর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন এক্সরে মেশিন ও আল্ট্রাস্নো মেশিনের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে উপজেলাবাসী এই সেবা থেকে বঞ্চিত ছিল। এখন থেকে বাইরের তুলনায় অনেক কম খরচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ সেবা পাবে।
এর আগে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায়

সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার কবীর হোসেন পলাশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস, আরএমও ডাঃ অনুপ কুমার বসু, ডাঃ আমিনুল বারি প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে পিকআপের ধাক্কায় ইজিবাইক চালক নিহ*ত, আহ*ত ৩

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে মাছ বহনকারী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুলবিস্তারিত পড়ুন

দুর্ঘটনায় যশোরের রাজগঞ্জের যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন : দুর্ঘটনায় আহত শান্ত চিকিৎসাধীন অবস্থায় ৬দিন পর হাসপাতালে মৃত্যুবিস্তারিত পড়ুন

মনিরামপুরে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় প্রেমিকার মৃ*ত্যু

হেলাল উদ্দিন : যশোরের মণিরামপুরে মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমাবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন
  • রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা প্রায় শতাধিক তালগাছ নিধন
  • মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • রাজগঞ্জের খুচরা বাজারে চালের দাম বৃদ্ধি, বিপাকে শ্রমজীবী ও নিম্ন্নআয়ের মানুষ
  • রাজগঞ্জে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু
  • মনিরামপুরে মানবাধিকার সুরক্ষা দলের বার্ষিক প্রশাসনিক সভা
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত-২
  • যশোরের মণিরামপুরের শ্যামকুড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে খুচরা বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি
  • রাজগঞ্জে গাড়ীর হর্ন আর মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ মানুষ শিক্ষার্থীদের লেখাপাড়ায় বিঘ্ন ঘটছে
  • মনিরামপুরে পৃথক ঘটনায় ২ জনের মর্মান্তিক মৃ*ত্যু
  • মুন্সিখানপুরে ব্যাতিক্রমী ৮ দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত