মধুমল্লারডাঙ্গিতে উত্তরণ-ক্রাগ কমিটির সভায় ১৩ সমস্যা চিহ্নিত
জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন


নিজস্ব প্রতিনিধি: ‘জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ স¤প্রদায়কে ক্ষমতায়ন করা: টেকসই সক্ষমতা গড়ে তুলতে সরকারি সম্পদ, সেবা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের প্রবেশাধিকার বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রæপ (ক্রাগ) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-সাতক্ষীরার বাস্তবায়নে সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ডের মধুমল্লারডাঙ্গি জনৈক রোজিনা আক্তারের বাড়ির চত্ত¡রে শনিবার বিকেলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয়রা নারী প্রতিনিধিগণ ১৩টি সমস্যা চিহ্নিত করে বলেনÑ পৌরসভার প্রাণকেন্দ্রে মধুমল্লারডাঙ্গিতে নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান। নেই কোন আশ্রয়কেন্দ্র। বছরের ৯মাস এখানে জলাবদ্ধতায় হাবুডুবু খেতে হয়। পানি নিষ্কাশনের জন্য নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। বাল্যবিবাহ, মাদক, শিশুশ্রম, নারী নির্যাতন এখানকার বড় সামাজিক সমস্যা। অনিরাপদ বাড়ি, অনিরাপদ স্যানিটেশন ব্যবস্থা আর অনিরাপদ বিদ্যুৎলাইনের কারণে জীবন ও সম্পদ এখানে মারাত্মক ঝুঁকিতে। এখানে খাবার পানির সংকট।
এখানে মাদকের বিরুদ্ধে কথা বললে নির্যাতনের শিকার হতে হয়। ময়লা ফেলার ডাস্টবিনের বড় অভাব এখানে। যেকারণে পানি আর আবর্জনা পঁচার দুর্গন্ধে এখানে জীবন অতিষ্ঠ। বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকা। খুলনারোড, ইটাগাছা, কামালনগর, মুন্সিপাড়া, মুনজিতপুর, কুখরালি, বদ্দিপুর কলোনি, রসুলপুর, পুরাতন সাতক্ষীরা, ঘুড্ডিরডাঙ্গিসহ বিভিন্ন এলাকার রাস্তায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। ফলে অফিস, স্কুল ও দোকানপাটে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন। বক্তারা বলেনÑএসব সমস্যা সমাধানে দরকার সমন্বিত টেকসই উদ্যোগ এবং সামাজিক আন্দোলন। বক্তারা বলেনÑ পানি ঠেলে দূরের স্কুলে যেতে চায় না শিশুরা। মাদকাক্ত আর জুয়াড়িরা এসে ঘাঁটি পাতে এখানে। মাদকাসক্ত আর বখাটেদের উৎপাতে অভিভাবকরা বাধ্য হয়ে মেয়েদের বাল্যবিয়ে দেয়। এ অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। তারা সরকারি-বেসরকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।
ক্রাগ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এমএম শহীদুল ইসলাম, সাংবাদিক ও আইনজীবী এড. খায়রুল বদিউজ্জামান, দলিত সভাপতি গৌরপদ দাশ, মরিয়ম সুলতানা, নাজমা আক্তার, ফাইমা আক্তারসহ স্থানীয় নারী প্রতিনিধিগণ। সভা পরিচালনা করেন সংস্থার প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান রিপন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন
কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

