শুক্রবার, জুন ২, ২০২৩

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরেন্দ্র মোদীর সম্পত্তির পরিমাণ প্রায় আড়াই কোটি, তবু বললেন ‘আমি গরিব মানুষ’

এক জনসভায় দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি’(আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব)। সে সময় তিনি তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগও অস্বীকার করেছিলেন।

এবার নিজেকে ‘ফকির’ হিসেবে উল্লেখ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে কেন্দ্র। আর সেই হিসাব বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ রুপির বেশি।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত তার মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ ৮২ হাজার ৫০৪ রুপি।

কেন্দ্রের দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে মোদীর নিজস্ব বাড়ি, গাড়ি, জমি কিছুই নেই। অর্থাৎ তার নামে থাকা স্থাবর সম্পত্তি নেই। তবে গত বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর স্থাবর সম্পত্তির মূল্য ছিল ১ কোটি ১০ লাখ রুপি।

মোদীর নামে ১৪ হাজার ১২৫ বর্গফুটের যে বাসযোগ্য জমি ছিল, তা তিনি অন্য তিনজনের সঙ্গে যৌথ মালিকানায় কিনেছিলেন। এই জমিতে তিন জনেরই সমান ভাগ ছিল। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২-এর অক্টোবরে এই জমি কিনেছিলেন প্রধানমন্ত্রী। সর্বশেষ নথিতে উল্লেখ করা রয়েছে, গাঁন্ধী নগরের এই জমিতে প্রত্যেকের ২৫ শতাংশ করে ভাগ ছিল। তবে প্রধানমন্ত্রী এই জমি দান করে দেওয়ায় এই জমিতে তার আর কোনও অধিকার নেই।

মোদীর সম্পত্তির হিসাবের নথি অনুযায়ী, শেয়ার বা মিউচুয়াল ফান্ডে তার কোনও বিনিয়োগ নেই। এমনকি, নিজস্ব কোনও গাড়িও নেই মোদীর। তার ব্যাঙ্কে জমা টাকার পরিমাণও ১ লাখ ৫২ হাজার ৪৮০ থেকে কমে ৪৬ হাজার ৫৫৫ রুপি হয়েছে।

তবে গত এক বছরে প্রধানমন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ আগের তুলনায় ২৬ লাখ ১৩ হাজার রুপি বেড়েছে। ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, জীবন বিমা, ব্যাংকে জমা টাকা, গয়না ও হাতে থাকা নগদ টাকা মিলিয়ে মোদীর অস্থাবর সম্পত্তির হিসাব দেখানো হয়েছে।

সদ্যপ্রকাশিত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে ১ লাখ ৭৩ হাজার রুপি মূল্যের চারটি সোনার আংটি রয়েছে। এই চারটি আংটির মোট ওজন ৪৫ গ্রাম। ২০১২ সালে এল অ্যান্ড টি ইনফ্রাস্ট্রাকচারাল বন্ডে ২০ হাজার টাকা বিনিয়োগ করেছেন মোদী।

২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হিসাব অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে থাকা মোট নগদের পরিমাণ ৩৫ হাজার ২৫০ রুপি। এই অঙ্ক গত বছরের তুলনায় কমেছে। গত বছরের ৩১ মার্চে প্রধানমন্ত্রীর কাছে নগদ টাকা ছিল মোট ৩৬ হাজার ৯০০ রুপি।

পোস্ট অফিসে জমা থাকা জাতীয় সঞ্চয়পত্রের মূল্য ৯ লাখ ৫ হাজার ১০৫ রুপি। ১ লাখ ৮৯ হাজার ৩০৫ টাকার জীবনবিমাও রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

পিএমও থেকে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে মোদীর স্ত্রী যশোদাবেনেরও। তবে তার সম্পত্তির পরিমাণ জানা নেই বলেই দেখানো হয়েছে এই তথ্যে। প্রধানমন্ত্রী ছাড়াও অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও তাদের সম্পত্তির হিসাব দিয়েছেন।

এই হিসাব অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের স্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৯৭ লাখ রুপি। একই সঙ্গে তার নামে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য ২ কোটি ৫৪ লাখ রুপি। এছাড়াও সম্পত্তির হিসাব দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আর কে সিং, হরদীপ সিং পুরি, পরশোত্তম রুপালা এবং জি কিশান রেড্ডিও। সম্পত্তির হিসাব দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিও।

একই রকম সংবাদ সমূহ

অপারেশনের প্রস্তুতির সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডাক্তার

রোগীর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার সময় অপারেশন থিয়েটারে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবারবিস্তারিত পড়ুন

কলকাতায় এক মিনিটের কালবৈশাখীতে প্রাণ গেল ৯ জনের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় কালবৈশাখীর তাণ্ডবে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষবিস্তারিত পড়ুন

আগুন নেভাতে গিয়ে মিলল কোটি টাকা!

এ যেন কেঁচো খুড়তে কেউটে! বাড়িতে আগুন নেভাতে গিয়ে উদ্ধার করা হলোবিস্তারিত পড়ুন

  • ভারতের কর্ণাটক রাজ্যে বিজেপির পরাজয়, যা বললেন মমতা
  • ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার চাকরি বাতিল
  • কলকাতায় ‘অন্তরে তুমি কবি’র উদ্বোধন করলেন এমপি রবি
  • ভারতের মধ্যপ্রদেশে সেতুর রেলিং ভেঙে বাস নিচে, নিহত ১৫
  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে নিরাপত্তা জোরদারে বেনাপোলে-পেট্রাপোল বন্দরে দুইদিন আমদানি-রফতানি বন্ধ
  • ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩
  • আগামী সপ্তাহে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’, জানা গেল সম্ভাব্য গতিপথ
  • ভারত সীমান্তে ঢুকে পড়া বাংলাদেশি ১৫ জেলে ৯ মাস পর বেনাপোল দিয়ে দেশে ফিরলো
  • বোর্ড পরীক্ষায় ফেল, হতাশায় ৯ শিক্ষার্থীর আত্মহত্যা!
  • প্রেমিকের বাবার সঙ্গে পালাল তরুণী, অতপর…
  • বন্দুকধারীকে জাপটে ধরে ‘হিরো’ হলেন কলকাতার আজহারউদ্দিন
  • নামমাত্র খরচে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে ট্রানজিট সুযোগ পেলো ভারত!
  • error: Content is protected !!