রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিনিধি: শিশু সাহিত্যিক আব্দুল বারী আল বাকী রচিত শিশুতোষ পাঁচটি গ্রন্থ এবং লিটল ম্যাগাজিন ‘মিতালী’-এর বর্ণাঢ্য প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শিশুদের আবৃত্তি, সাহিত্য পাঠ, ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর এই আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানটি আয়োজন করে ‘নলতা মিতালী কচি-কাঁচার মেলা’। লেখক আব্দুল বারী আল বাকির শিশু-কিশোরদের জন্য লেখা নতুন পাঁচটি গ্রন্থ এবং মেলার নিজস্ব লিটল ম্যাগাজিন ‘মিতালী’ এ উপলক্ষে প্রকাশিত হয়।
প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট থেকে আগত কবি ও সাংবাদিক আব্দুর রব সুজন, ঢাকা থেকে কবি শাহ মতিন টিপু, ছড়াকার আতিক হেলাল, মোস্তফা নুরুজ্জামান, ছড়াকার শাজাহান মোহাম্মদ (দিনাজপুর), কবি ও সংগঠক পল্টু বাশার, সাহিত্যিক জি এম মুজিবুর রহমান, সুকুমার দাস বাচ্চু, আলী সোহরাব ও ছড়াকার নাজমুল হাসান।
অনুষ্ঠানের শুরুতেই শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ লেখকের প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “আব্দুল বারী আল বাকী কেবল শিশু সাহিত্যিক নন, তিনি একজন মানবিক ও কল্পনাশক্তিতে ভরপুর লেখক। তাঁর লেখাগুলো শিশুদের নৈতিক গুণাবলি ও সৃজনশীলতাকে উৎসাহিত করে।”
লেখক আব্দুল বারী আল বাকি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের কল্পনা শক্তি, ও মানবিকতা গড়ে তুলতে শুধু সাহিত্যের কোন বিকল্প নেই। আমি চাই শিশুরা পড়ুক ভাবুক এবং ভবিষ্যতের আলোকিত মানুষ হয়ে উঠুক।
তিনি আরও জানান, তাঁর লেখা এই পাঁচটি গ্রন্থে শিক্ষনীয় গল্প, ছড়া, এবং শিশুদের অনুভবযোগ্য ভাষায় রচিত বিষয়বস্তু স্থান পেয়েছে, যা তাদের মানসিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমগ্র আয়োজনটি ছিল শিশুদের জন্য এক অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে শিশু-কিশোররা গান পরিবেশন করে। উপস্থিত সবাই এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টেরবিস্তারিত পড়ুন

বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামিবিস্তারিত পড়ুন

এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলেও, আগামী শিক্ষাবর্ষেবিস্তারিত পড়ুন

  • পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব
  • দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ১৪০ ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল
  • ‘কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে’ : তারেক রহমান
  • জুলাই আন্দোলন বিরোধিতাকারীরা ফিরবে না, আত্মত্যাগ বৃথা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি : প্রেস সচিব
  • দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা
  • মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হাঁড়িভর্তি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা
  • আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল
  • পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন
  • যাদের সদ্যজন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে- মির্জা ফখরুল
  • গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার