রবিবার, নভেম্বর ১০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভাগ্য আমার সব শেষ করে দিল’

‘আমার সবশেষে একটি ভিটেবাড়ি ছিল। সেটিও বিক্রি করে আমার ছেলের দোকানের জন্য টাকা দিয়েছি। আমার দেশ গাঁওয়ে যা সম্বল ছিল সব বি‌ক্রি ক‌রে ঢাকা চলে এসেছি। আমার জায়গা-জমি বা ব্যাংক ব্যালেন্স কোনো কিছু নাই। ঢাকাতে এসে ভাড়া বাসায় উঠেছি। ভাবছি ছেলে ব্যবসা করার পর আমার জায়গা-জমি, ভিটেবাড়ি আবারও হবে।’

‘কিন্তু ভাগ্য আমার সব শেষ করে দিল। আমি সব বিক্রি করে ছেলেকে এক‌টি দোকান ক‌রে দি‌য়ে‌ছিলাম এই মা‌র্কেটে। ভে‌বে‌ছিলাম আবার নতুন ক‌রে পথচলা শুরু হ‌বে। কিন্তু আগুন আমার স্বপ্নকে বাঁচ‌তে দি‌ল না।’

এভা‌বেই আহাজারি করে কথাগুলো বলছিলেন রাজধানীর কৃ‌ষি মা‌র্কেটের ব্যবসায়ী বাবু বৌদ্ধের মা সন্ধ্যা বৌদ্ধ। বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুনে অন্যান্য অনেক দোকানের মতো বাবু বৌদ্ধের দুটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

সন্ধ্যা বৌদ্ধ বিলাপ করে বলেন, মাওয়া ঘাটের পর পদ্মার ওপা‌রে আমাদের বা‌ড়ি।ভিটেবা‌ড়িসহ সব কিছু বি‌ক্রি ক‌রে মোহাম্মদপুরের কৃ‌ষি মা‌র্কেটে প্রায় আট থে‌কে দশ লাখ টাকা খরচ ক‌রে কাঁচামালের দোকান দি‌য়ে‌ছি। সব পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় এখন আর আমার মাথা গোঁজার ঠাঁই নেই কোথাও।’

ছেলে বাবু বৌদ্ধ ব‌লেন, ভোর চারটার দি‌কে মার্কেট থেকে আমার মোবাইলে ফোন করে জানানো হয় মা‌র্কেটে আগুন লে‌গে‌ছে। বাসা থেকে দৌ‌ড়ে এ‌সে দে‌খি মা‌র্কেটে দাউ দাউ ক‌রে আগুন জ্বল‌ছে। আগুনের তাপের কারণে মার্কেটের ভেতরে প্রবেশ করতে পারিনি। দোকানের কোনো মালামাল কিছুই বাঁচা‌তে পা‌রিনি। সব পু‌ড়ে শেষ হয়ে গে‌ছে। এখন কী নি‌য়ে বাঁচব? ৮ থে‌কে ১০ লাখ টাকা খরচ ক‌রে এই দোকান ক‌রে‌ছি। এখা‌নে আমার দুই‌টা দোকান ছি‌ল। দুইটা দোকা‌নেই আলু, পেঁয়াজ, রসুন, আদা, ম‌রিচ গুঁড়া ও হলুদ গুঁড়া পাইকা‌রি এবং খুচরা বি‌ক্রি করতাম। আগু‌নে কোনো কিছুই সরা‌তে পা‌রি নাই। সব পু‌ড়ে শেষ হ‌য়ে গে‌ছে।

উল্লেখ্য, ব্যবসায়ীরা জানান- মার্কেটটিতে পাঁচশর বেশি দোকান আছে। সেখানে ব্যবসা করেন কয়েক হাজার ব্যবসায়ী। কাঁচাবাজার ছাড়াও মার্কেটটিতে রয়েছে জুয়েলারি, প্লাস্টিক, কসমেটিকস ও জুতার দোকান। মার্কেটের ভেতরে থাকা এসির বিস্ফোরণে আগুন আরও দ্রুত ছড়ায় বলেও জানিয়েছেন কেউ কেউ।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, মার্কেটে শাড়ি-কাপড়সহ বিভিন্ন দাহ্য পণ্যের দোকান থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। টিনশেড মার্কেট হওয়ায় ভেতরে ধোয়া আবদ্ধ হয়ে আছে। তাই সহসাই ভেতরে প্রবেশের সুযোগ কম। এ কারণে আগুন নিয়ন্ত্রণ প্রক্রিয়া ফায়ার সার্ভিসের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল।

সংস্থাটি আরও জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

শপথ নিলেন আরো ৩ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও তিনজন। ICT কোচিং সেন্টার রোববারবিস্তারিত পড়ুন

শপথ নিতে ডাক পেলেন যারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসেরবিস্তারিত পড়ুন

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টাল ২৮ ফেব্রুয়ারি

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টালবিস্তারিত পড়ুন

  • জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক
  • শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি হচ্ছে: আসিফ নজরুল
  • আওয়ামী লীগ ট্রাম্পসহ নানা বেশে আসার চেষ্টা করছে: খসরু
  • পাচারের অর্থ ফেরাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
  • এই সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান: উপদেষ্টা আসিফ
  • ১৬ বছরের অত্যাচার ভুলে ৩ মাসের পেছনে লেগেছে: সারজিস
  • ‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’ : মারুফ কামাল খান
  • অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা : শপথ নিতে ডাক পেয়েছেন ফারুকী, মাহফুজসহ ৪ জন
  • উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে
  • আ.লীগের কর্মসূচি বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের
  • বিক্ষোভের ঘোষণা আ.লীগের, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের হুঁশিয়ারি
  • শুধু নির্বাচনের জন্য ২ হাজার মানুষ জীবন দেয়নি : সারজিস