শনিবার, অক্টোবর ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদির বার্তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক ভারতের নিরাপত্তা উপদেষ্টার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে রাশিয়া সফরে গেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন তিনি।
খবর দ্য ইকোনোমিক টাইমসের।

জুনে তৃতীয়বার ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরকে ভালোভাবে নেয়নি পশ্চিমারা। পরে গত আগস্টে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেন সফরে যান মোদি। অনেকের মতে, এটি ছিল পশ্চিমাদের অসন্তোষে প্রলেপ দেওয়ার চেষ্টা।

শুধু তাই নয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ‘শান্তি ফেরাতে’ কূটনৈতিক তৎপরতা শুরু করেছেন মোদি। এই প্রচেষ্টা সফল হলে আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রভাব বাড়বে। ইউক্রেন সফরে মোদি-জেলেনস্কির যে আলাপ হয়েছিল, তা পুতিনের সামনে তুলে ধরেছেন দোভাল। মোদি ইউক্রেন সফরে কিছু ‘আকর্ষণীয় পরিকল্পনা’ নিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন। সেসব বিষয়গুলো পুতিনকে অবহিত করেছেন ভারতীয় দূত।

বৈঠকে দোভাল পুতিনকে বলেন, ‘তিনি (মোদি) তার ইউক্রেন সফর ও প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়ে আপনাকে জানাতে আগ্রহী ছিলেন। তিনি চেয়েছিলেন, আমি বিশেষ ও ব্যক্তিগতভাবে আপনাকে ওই বৈঠকের বিষয়ে জানাতে আসি। আলোচনাটি রুদ্ধদ্বার বৈঠকে অনুষ্ঠিত হয়েছিল। এতে শুধু দুই নেতা (মোদি ও জেলেনস্কি) অংশ নিয়েছিলেন।’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার রাশিয়া সফর নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, ‘সংঘাত থামানোর সূত্র কখনও রণক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না। কূটনৈতিক আলোচনা ও বৈঠকের মাধ্যমেই শান্তির পথে ফিরতে হবে। রাশিয়া-ইউক্রেন দুই পক্ষকেই আলোচনায় বসতে হবে। আমরা চাই এই যুদ্ধের অবসান ঘটুক। এক্ষেত্রে ভারত পরামর্শদাতা হিসাবে কাজ করতে প্রস্তুত।’

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গ শহরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে একটা দ্বিপাক্ষিক মিটিং করেছেন ডোভাল। সেই বৈঠকও ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় দেখা মিললো আসাদুজ্জামান খান কামালসহ আরো কয়েকজনের!

খোঁজ মিলেছে অভ্যুত্থানের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানবিস্তারিত পড়ুন

মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার হুমকি, কঠোর নিরাপত্তা বলয় পুলিশের

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছেবিস্তারিত পড়ুন

মধ্যরাতে যেভাবে পালিয়ে যান ওবায়দুল কাদের!

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তারবিস্তারিত পড়ুন

  • টাইগার রবিকে দেশে পাঠানো হচ্ছে, নিষিদ্ধ হতে পারে ভারতে
  • চিকিৎসা ও আপৎকালীন প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভিসা দেবে না ভারত
  • চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
  • ‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই হবে না’, ভারতকে প্রতিশ্রুতি বিএনপির
  • নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক
  • অমিত শাহের বক্তব্যের তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • এখনো অশান্ত মণিপুর, টহলে সেনাবাহিনী
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
  • দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি
  • কলকাতায় চিকিৎসক হত্যার মামলায় আরজি করের সাবেক অধ্যক্ষ ও ওসি গ্রেফতার
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল, পাঠালো ফেরত