বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভায় মানুষের ঢল, মিছিলের নগরী সিলেট

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
এতে সিলেটবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষের ঢল নামে। জনসভাস্থলসহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ ছিল। গোটা নগরী ছিল মিছিলের নগরী। ‘শেখ হাসিনা’, ‘নৌকা’ স্লোগানে মুখরিত হয় সিলেট শহর।

শেখ হাসিনার জনসভা ঘিরে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে উঠে গোটা সিলেট শহর। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান ও আশপাশ এলাকায় তিল পরিমাণ ঠাঁই ছিল না। রং-বেরঙের ব্যানার ফেস্টুন ও বিভিন্ন ধরনের নৌকা সাজিয়ে আনা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার প্রচার-প্রচারণার প্রথম জনসভায়।

নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকে বাসে-ট্রাকে করে পায়ে হেঁটে নগরীতে প্রবেশ করেন। নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার চন্ডিপুল, হুমায়ুন রশিদ স্কয়ার ও তেমুখি এলাকায় সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড় ছিল। চন্ডিপুল এলাকায় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমানের নির্বাচনি প্রধান কার্যালয় হওয়ায় সকাল থেকেই নেতাকর্মীরা দলীয় স্লোগান লেখা টিশার্ট পরে চন্ডিপুল পয়েন্টে অবস্থান নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে জনসমাগম বাড়তে থাকে।নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে সভাস্থল।

বুধবার সকাল থেকে বিভিন্ন সড়কে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে নৌকা নৌকা স্লোগান দিয়ে উপস্থিত হন।এরই মধ্যে দুপুর ১টায় কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে জনসভা শুরু হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ। পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

দুপুরে দেখা যায়, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের এলাকা, চৌহাট্টা, রিকাবীবাজারসহ শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভিড়। কর্মী-সমর্থকদের মধ্যে কেউ কেউ পুরো শরীরজুড়ে নৌকা প্রতীক এঁকেছেন। কেউবা ছোট ছোট রঙিন নৌকা বানিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার, উন্নয়নের মার্কা নৌকা মার্কা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে দলে দলে স্লোগান দেন। এ সময় মঞ্চ, সমাবেশস্থল ও আশপাশ এলাকায় উৎসবমুখর হয়ে উঠে। আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল আসে। এ ছাড়া সিলেটের বিভিন্ন বাগানের চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জনসভায় অংশগ্রহণ করেন। এতে লোকে লোকারণ্য হয়ে উঠে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ।

হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে গত কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে তোড়জোড় ও প্রাণচাঞ্চল্য ছিল। সমাবেশস্থলের চারপাশে বাঁশ দিয়ে শক্ত বেষ্টনী গড়ে তোলা হয়। নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশের জন্য পৃথক লেন ছিল।

এর আগে প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিতে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে বিকালে আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় ঢাবির ৫ শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩০)বিস্তারিত পড়ুন

সম্পদের হিসাব বিবরণী প্রকাশ হবে প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার

স্বচ্ছতা নিশ্চিত ও সরকাররের প্রতি মানুষের আস্থা তৈরিতে উপদেষ্টা পরিষদের সব সদস্যবিস্তারিত পড়ুন

সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিতে নতুন বাংলাদেশ গড়তে চাই : উপদেষ্টা নাহিদ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • হা*সিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া
  • ‘সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার মানে প্রশাসন ব্যর্থ’ : মির্জা ফখরুল
  • আরেকটি মামলায় খালাস পেলেন তারেক রহমান
  • ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে থানায় সোপর্দ
  • রিমান্ড শেষে কারাগারে সাবেক জনপ্রশাসন মন্ত্রী
  • চট্টগ্রাম বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
  • মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে, খরচ সাড়ে ২০ লাখ
  • সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ
  • শুক্রবার থেকে প্রতিদিন চলবে মেট্রোরেল
  • সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা
  • প্রকল্পের সবকিছু ওপেন থাকবে, সবাই জানবে : প্রধান উপদেষ্টা
  • দেশে গ্যাস আছে তবুও কেন এলএনজি আমদানি বুঝে আসে না : পরিকল্পনা উপদেষ্টা