বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহিংসতায় থাকতে পারে জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ : সিটিটিসি প্রধান

কোটা সংস্কার আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যাপক সহিংসতা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনার নেপথ্যে উগ্রপন্থী বা জঙ্গি সংগঠনের কারো যোগসাজশ থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান।
বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘যেহেতু নরসিংদী কারাগারে হামলার ঘটনা ও জঙ্গি ছিনতাই হয়েছে বা ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে; আর এ আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে ও উসকানি দিয়েছে আমরা এ রকম দু-একটি গ্রুপকে শনাক্ত করেছি। একজনকে মঙ্গলবার শনাক্ত করেছি, যাঁকে এর আগে জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। এই আন্দোলনে তিনি ব্যাপক সহিংস কার্যক্রমে জড়িত ছিলেন। আমরা তাঁর নাম-নম্বর শনাক্ত করেছি। অচিরেই তাঁকে আমরা গ্রেপ্তার করতে পারব। তাই আমাদের ধারণা, এ কোটা সংস্কার আন্দোলনে উগ্রপন্থী বা জঙ্গিদের যোগসাজশ বা অংশগ্রহণ থাকতে পারে।’

আসাদুজ্জামান বলেন, আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন নরসিংদীর জেলা কারাগারে নজিরবিহীন হামলার সময় অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গুলি লুট করা হয়। জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কারা সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। তাঁদের পরিবারের নারী ও শিশুদের কারা মসজিদে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখে শত শত লোক। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। পরে কারা কর্মকর্তাদের বাসাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনের নামে কয়েক শ সশস্ত্র জনতা কারাভ্যন্তরে ঢুকে বন্দিদের মুক্ত করে দ্রুত বের হওয়ার নির্দেশ দিলে ৮২৬ বন্দির সবাই পালিয়ে যান। এর মধ্যে ৯ জন জঙ্গিও আছেন। তাঁদের মধ্যে শীর্ষ দুই নারী জঙ্গিকে গতকাল ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তাঁরা হলেন ইশরাত জাহান মৌসুমি মৌ (৩০) ও খাদিজা পারভীন মেঘলা ওরফে মেঘনা (৩০)।

আসাদুজ্জামান বলেন, সিটিটিসি ২০১৮ সালের ১৫ অক্টোবর রাত থেকে টানা ৪০ ঘণ্টা নরসিংদীর দুটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে দুই জঙ্গি নিহত হন। অন্য দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এই ইশরাত ও খাদিজা। তাঁরা নরসিংদী জেলে সাজা ভোগ করছিলেন।

আন্দোলনের নামে কারাগারে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে সিটিটিসিপ্রধান বলেন, কারাগারে হামলাকারীরা সব কয়েদিকে মুক্ত এবং সব গোলাবারুদ লুট করেছে। সুরক্ষিত সেলে হামলা চালিয়ে জঙ্গিদেরও ছাড়িয়ে নিয়ে যায়। তাদের পরিকল্পনা না থাকলে জঙ্গি সেলে গিয়ে তালা ভাঙা হতো না।

তিনি বলেন, নরসিংদী কারাগারে হামলায় সরাসরি জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

গণভোটের জন্য ব্যবহার করা হবে রঙিন ব্যালট: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনবিস্তারিত পড়ুন

তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ চাপ দিলে তার নাম প্রকাশের হুঁশিয়ারি দুদক চেয়ারম্যানের

দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ অযাচিত চাপ প্রয়োগ করলে তাদেরবিস্তারিত পড়ুন

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

একটি ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল : ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস
  • ২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব
  • ভূমিকম্পে আতঙ্ক নয়, সচেতনতার আহ্বান বিশেষজ্ঞদের
  • হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, দেশবাসীর কাছে দোয়া চাইলেন খালেদা জিয়া
  • ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
  • নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি শতভাগ যৌক্তিক: রিজভী
  • আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন হবে: গভর্নর
  • ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা
  • নিজেদের বিভক্তিতে অনেক সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান : মির্জা ফখরুল
  • সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে: মান্না
  • বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের