বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহিংসতায় থাকতে পারে জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ : সিটিটিসি প্রধান

কোটা সংস্কার আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যাপক সহিংসতা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনার নেপথ্যে উগ্রপন্থী বা জঙ্গি সংগঠনের কারো যোগসাজশ থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান।
বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘যেহেতু নরসিংদী কারাগারে হামলার ঘটনা ও জঙ্গি ছিনতাই হয়েছে বা ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে; আর এ আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে ও উসকানি দিয়েছে আমরা এ রকম দু-একটি গ্রুপকে শনাক্ত করেছি। একজনকে মঙ্গলবার শনাক্ত করেছি, যাঁকে এর আগে জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। এই আন্দোলনে তিনি ব্যাপক সহিংস কার্যক্রমে জড়িত ছিলেন। আমরা তাঁর নাম-নম্বর শনাক্ত করেছি। অচিরেই তাঁকে আমরা গ্রেপ্তার করতে পারব। তাই আমাদের ধারণা, এ কোটা সংস্কার আন্দোলনে উগ্রপন্থী বা জঙ্গিদের যোগসাজশ বা অংশগ্রহণ থাকতে পারে।’

আসাদুজ্জামান বলেন, আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন নরসিংদীর জেলা কারাগারে নজিরবিহীন হামলার সময় অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গুলি লুট করা হয়। জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কারা সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। তাঁদের পরিবারের নারী ও শিশুদের কারা মসজিদে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখে শত শত লোক। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। পরে কারা কর্মকর্তাদের বাসাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনের নামে কয়েক শ সশস্ত্র জনতা কারাভ্যন্তরে ঢুকে বন্দিদের মুক্ত করে দ্রুত বের হওয়ার নির্দেশ দিলে ৮২৬ বন্দির সবাই পালিয়ে যান। এর মধ্যে ৯ জন জঙ্গিও আছেন। তাঁদের মধ্যে শীর্ষ দুই নারী জঙ্গিকে গতকাল ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তাঁরা হলেন ইশরাত জাহান মৌসুমি মৌ (৩০) ও খাদিজা পারভীন মেঘলা ওরফে মেঘনা (৩০)।

আসাদুজ্জামান বলেন, সিটিটিসি ২০১৮ সালের ১৫ অক্টোবর রাত থেকে টানা ৪০ ঘণ্টা নরসিংদীর দুটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে দুই জঙ্গি নিহত হন। অন্য দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এই ইশরাত ও খাদিজা। তাঁরা নরসিংদী জেলে সাজা ভোগ করছিলেন।

আন্দোলনের নামে কারাগারে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে সিটিটিসিপ্রধান বলেন, কারাগারে হামলাকারীরা সব কয়েদিকে মুক্ত এবং সব গোলাবারুদ লুট করেছে। সুরক্ষিত সেলে হামলা চালিয়ে জঙ্গিদেরও ছাড়িয়ে নিয়ে যায়। তাদের পরিকল্পনা না থাকলে জঙ্গি সেলে গিয়ে তালা ভাঙা হতো না।

তিনি বলেন, নরসিংদী কারাগারে হামলায় সরাসরি জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়লো

সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তীবিস্তারিত পড়ুন

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ডা. জাহিদ

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটিরবিস্তারিত পড়ুন

সরকার নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেবিস্তারিত পড়ুন

  • আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি
  • সংস্কার, বিচার এবং নির্বাচন পরস্পর নির্ভরশীল নয়: সালাহউদ্দিন
  • জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের
  • জাকসুতে নির্বাচন বর্জন করলো ছাত্রদল
  • আলোচিতদের জয়-পরাজয়ের গল্প
  • বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো : ছাত্রদলের আবিদ
  • ডাকসু নির্বাচনে হেরেও প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা হামিম
  • জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত
  • নির্বাচনে সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু’ নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি
  • আগামী সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
  • ডাকসু নির্বাচন : বিজয়ীদের অভিনন্দন বিএনপির
  • ১০ ভোটও পাননি ২১ ভিপি প্রার্থী, যে যত ভোট পেলেন