অনলাইনে বুয়েটের পরীক্ষা হবে, ভিন্ন পদ্ধতিতে গ্রেডিং
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের ২০২১ সালের আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারী ২০২১ টার্মের আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে, LMS Virtual Meeting Software (Zoom, Microsoft Teams ও Moodle) এর মাধ্যমে অনলাইন টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হবে। অনলাইনে অনুষ্ঠিত টার্ম ফাইনাল পরীক্ষা এবং Continuous Assessment মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের লেটার গ্রেড প্রদান করা হবে।
শিক্ষার্থীদের ফলাফল/গ্রেড নির্ধারণকালে Continuous Assessment (Class Attendance Class Test/Quiz, Assignment, Viva Presentation) এর জন্য ৩০ শতাংশ নম্বর এবং টার্ম ফাইনাল পরীক্ষার জন্য ৭০ শতাংশ নম্বর academic Council এর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বহাল থাকবে।
Class Attendance (১০ শতাংশ নম্বর) এর জন্য বরাদ্দকৃত নম্বর বিভাজন Academic Council এর পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বহাল থাকবে। সকল কোর্সের জন্য টার্ম ফাইনাল পরীক্ষার মোট সময় হবে ২ ঘণ্টা এবং পরীক্ষার সময় শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে LMS Software (Microsoft Teams/Moodle) এর মাধ্যমে অনলাইনে উত্তরপত্র জমা দিতে হবে।
প্রতিটি Examination Hall এর জন্য সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থীকে নিয়ে একটি Group/Team গঠন করে অনলাইনে পরীক্ষা নেয়া হবে এবং প্রতিটি Group/Team এর জন্য কমপক্ষে দুইজন শিক্ষক Invigilator হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্রের Section-A ও Section-B একই সঙ্গে আপলোড করা হবে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার খাতা ও তার পারিপার্শ্বিক পরিবেশ দৃশ্যমান রেখে পরীক্ষার্থীকে সার্বক্ষণিকভাবে পরীক্ষায় ব্যবহৃত একটি Device (Desktop Computer/Laptop/iPad/Smart Mobile Phone) এর ক্যামেরা চালু রেখে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।
এ ছাড়া পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র দেখা করা/স্ক্যান করা/উত্তরপত্র আপলোড করার জন্য প্রত্যেক পরীক্ষার্থী একটি অতিরিক্ত Device (Desktop Computer/Laptop/iPad/Smart Mobile Phone) সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে।
পরীক্ষা চলাকালীন কোনো শিক্ষার্থীর প্রক্টোরাল ক্যামেরা বন্ধ হয়ে গেলে কিংবা কোনো শিক্ষার্থী প্রক্টোরাল ক্যামেরার দৃশ্যমান এলাকার বাইরে গেলে, তা পরীক্ষার তদারককারীগণ তাৎক্ষণিকভাবে রেকর্ড রাখবেন। অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা সমাধানের জন্য একটি কারিগরি কমিটি কেন্দ্রীয়ভাবে কাজ করবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)