বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়ে মালয়েশিয়ায় শুরু হলো আসিয়ান শীর্ষ সম্মেলন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সোমবার (২৬ মে) শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট—আসিয়ানের ৪৬তম শীর্ষ সম্মেলন। এতে মার্কিন শুল্কনীতি, মিয়ানমারের সংঘাত এবং দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।

মালয় মেইল–এর বরাতে আনাদোলু এজেন্সি জানিয়েছে, আসিয়ানের ঐতিহ্যবাহী করমর্দনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর নেতারা আঞ্চলিক চ্যালেঞ্জ, কৌশলগত অগ্রাধিকার এবং ঐক্য জোরদারে করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন।

সম্মেলনে সভাপতিত্ব করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়ে শুল্ক সমস্যা সমাধানে চলতি বছর আসিয়ান-মার্কিন শীর্ষ সম্মেলনের আহ্বান জানানো হয়েছে।

আনোয়ার বলেন,“বর্তমানে বিশ্বে ভূ-রাজনৈতিক শৃঙ্খলার একটি পরিবর্তন চলছে। সাম্প্রতিক মার্কিন একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে আরও চাপের মুখে ফেলেছে। আমরা বহুপাক্ষিকতাবাদের ভাঙন প্রত্যক্ষ করছি, যেখানে সুরক্ষাবাদ (protectionism) আবার মাথাচাড়া দিয়ে উঠছে।”

আসিয়ানভুক্ত দেশগুলো ইতোমধ্যে ১০ থেকে ৪৯ শতাংশ পর্যন্ত মার্কিন শুল্কের প্রভাবে পড়েছে। তবে ট্রাম্প গত মাসে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকরের বিরতি ঘোষণা করেন, যার ফলে দেশগুলো দ্রুত ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করতে বাধ্য হয়।

আনোয়ার আরও বলেন,“বৃহৎ শক্তিগুলোর স্বেচ্ছাচারী পদক্ষেপ থেকে উদ্ভূত ভূ-রাজনৈতিক উত্তেজনা মোকাবিলার সক্ষমতা আসিয়ানের আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়া বরাবরই অন্তর্ভুক্তিমূলকতা, আইনের শাসন এবং উন্মুক্ত বাণিজ্যের ওপর নির্ভর করেছে। কিন্তু সেই সমৃদ্ধি এখন হুমকির মুখে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আসিয়ান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যথেষ্ট দৃঢ়তা ও স্থিতিস্থাপকতা ধারণ করে।”

প্রসঙ্গত, আসিয়ান হলো ১০টি সদস্য রাষ্ট্রের একটি আন্তঃসরকারি জোট, যার সদস্যরা হলো: ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনাই, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন, কম্বোডিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

মালয়েশিয়া ২০২৫ সালের জন্য আসিয়ানের ঘূর্ণায়মান চেয়ারম্যানশিপ গ্রহণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

গাজাযু*দ্ধে ১৯ হাজার শিশু হ*ত্যা করেছে ই*সরায়েল

গাজার সরকারি গণমাধ্যম অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায়বিস্তারিত পড়ুন

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এবিস্তারিত পড়ুন

নাইজেরিয়ায় নামাজের সময় বন্দু*কধারীদের হাম*লা, নিহ*ত ২৭

নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ২৭ জনবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৩ প্রবাসী গ্রে*প্তার
  • যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি
  • প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
  • নোবেল পুরস্কার চাই ট্রাম্পের, বললেন নরওয়ের মন্ত্রীকে
  • মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা
  • ১২ দিনে দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
  • নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: ড. ইউনূস
  • ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার আনোয়ার ইব্রাহিমের
  • বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই
  • বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকা