বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি মহিলা কলেজে অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

আশাশুনি মহিলা কলেজের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান ১৬/০৬/ ২০২২ তারিখ অভিভাবক সদস্য নির্বাচনের মনোনয়ন পত্র গ্রহনের শেষ দিনে অভিভাক সদস্য পদে মিজানুর রহমান, মঙ্গল চন্দ্র সরকার, পরমেশ চন্দ্র বৈদ্য, অবনি কুমার মন্ডল ও মোস্তফা সরদার মনোনয়ন পত্র ক্রয় করেন।

২২/৬/২২ প্রত্যাহারের দিনে মোস্তফা সরদার ও অবনি কুমার মন্ডল মনোনয়ন পত্র প্রত্যাহার করলে সাতক্ষীরার গাভা গ্রামের সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, আশাশুনির বাইনতলা গ্রামের পরমেশ চন্দ্র বৈদ্য ও খাসেরাবাদ গ্রামের মঙ্গল চন্দ্র সরকার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এ ছাড়া শিক্ষক প্রতিনিধি হিসাবে প্রভাষক আকবর হোসেন, শ্যামাপ্রসাধ সরকার ও অনামিকা দাশ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

পড়ুন আরো খবর

আশাশুনিতে রাজস্ব সম্মেলন, কৃষি খাস জমি
ব্যবস্থাপনা, আশ্রায়ন প্রকল্প ও জলমহল কমিটির সভা

আশাশুনিতে রাজস্ব সম্মেলন, কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, আশ্রায়ন প্রকল্প এবং জলমহল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে এ পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, জাতীয় মৎস্যজীবী সমিতির মহাসচিব মোল্যা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, উপজেলার প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ। সভায় বেশ কিছু গুরুত্ব পূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পড়ুন আরো খবর

আশাশুনিতে সেলাই মেশিন বিতরণ

আশাশুনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২২জন হতদরিদ্র নারী এ সেলাই মেশিন গ্রহন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এডিপি’র অর্থায়নে সেলাই মেশিন বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাচন কর্মকর্তা সিকদার কামরুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ উপকারভোগী পরিবারের নারী সদস্য রিয়া,শাকিলা, ইভা, শাহিদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আশাশুনিতে রেজিট্রিশন বিহীন মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান

আশাশুনিতে চোরাই ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছেন থানা পুলিশ। সমগ্র দেশে একযোগে পরিচালিত অভিযানের অংশ হিসেবে গত ২২জুন বুধবার থেকে আশাশুনি উপজেলার বিভিন্ন সড়কে এবং মোড়ে মোড়ে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করছেন। অভিযানে মোটরযান আইনে জরিমানা ও মামলার সংখ্যাও বাড়ছে। থানা পুলিশের বক্তব্য মতে, এ অভিযানের মূল উদ্দেশ্য মামলা নয় বরং জনগণকে সচেতন করা। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার মোস্তফিজুর রহমানের নির্দেশে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, লাইসেন্স বিহীন চালকসহ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আশাশুনিতে চোরাই ও অবৈধ মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক কম। তবে ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট না ব্যবহার করার অপরাধ এবং ট্রাফিক আইন অমান্য করার অপরাধে মামলা দেওয়া হচ্ছে। নিয়মিত অভিযান চালু থাকায় দ্রæতগতিতে মোটরসাইকেল চালানোর প্রবনতা ও রাস্তায় অবৈধ যানবাহনের সংখ্যাও কমতে দেখা গেছে। ####

আশাশুনি নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত

আশাশুনি সদর বাজার ও শহর রক্ষার্থে আশাশুনি নাগরিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সিনিঃ সহ-সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্যা, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক, মতিলাল সরকার, আবুল কালাম আজাদ, এড. একে আজাদ, নাসির ফরহাদ, আহসান উল্লাহ, মাসুদুর রহমান, মহিলা মেম্বার মারুফা আক্তার, নুরুল হুদা, মোতাহার হোসেন, মফিজুল ইসলাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, কল্যানী রানী সরকার, জাহিদুল ইসলাম, সাংবাদিক এম এম সাহেব আলি, কামরুজ্জামান, রবিউল ইসলাম, তুলসী চন্দ্র পাল, স্বপন বিশ্বাস, শেখ আরাফাত প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সিএস ম্যাপ অনুযায়ী নদী খনন ও নদীর তীরে টেকসই বেড়ী বাঁধ নির্মান করা, সদর বাজার/শহর ধ্বস বন্ধ করা, ওয়াপদা সীমানা চিহ্নিত না করে মসজিদ, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন ভেঙ্গে রাস্তা নির্মান না করার দাবী জানান। আশাশুনি বাজার রক্ষার দাবী আদায়ে কার্যকর পদক্ষেপ নিতে বিভিন্ন সংগঠন, ইউপি চেয়ারম্যানসহ সুধীজনদের সম্পৃক্ত করার লক্ষ্যে গণ সংযোগ করার জন্য গণসংযোগ কমিটি গঠন করা হয়। জি এম মুজিবুর রহমানকে আহবায়ক, ইয়াহিয়া ইকবালকে যুগ্ম আহবায়ক, আবুল কালাম আজাদকে সদস্য সচিব ও জি এম আল ফারুককে যুগ্ম সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসকন নেতা গ্রেপ্তার: যেভাবে ঘটে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতাবিস্তারিত পড়ুন

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টার, ব্যবস্থা নেয়ার নির্দেশ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়বিস্তারিত পড়ুন

  • আইনজীবী হত্যায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি হবে: উপদেষ্টা নাহিদ
  • তত্ত্বাবধায়ক সরকার, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজনসহ ৬২টি সংস্কার প্রস্তাব বিএনপির
  • ডিসেম্বরের প্রথম সপ্তাহে লন্ডন যেতে পারেন খালেদা জিয়া
  • ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না: তারেক রহমান
  • চিন্ময় ইস্যুতে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
  • সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
  • দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য আশা সংস্থার ৪৭০ পিচ কম্বল বিতরণ
  • আরা এনজিও এর উদ্যোগে ত্রিমাসিক সভা অনুষ্ঠিত
  • ভালো দাম পেয়ে শিম চাষী মোকবুলের মুখে হাসি
  • কালিগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
  • কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন
  • দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বেনাপোলে দু’দেশের পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি