রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ওপারে ভারতের সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, আটক-১

ভারত সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে সে দেশের এক ব্যক্তিকে।

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারত সীমান্তে ফসলী ক্ষেতের ভেতর ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত লাগোয়া ফসলি ক্ষেতে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রক্তাক্ত ও মুখমন্ডল পুড়িয়ে দেয়া যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় সে বাংলাদেশি, থাকতো মুম্বাইয়ে। ওই ঘটনায় পার্শ্ববর্তী এক ভারতীয় ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

ওপারের গোবিন্দপুর গ্রামের গোলাম মল্লিক, রুবেল, শাহাদতসহ বেশ কয়েকজন ইন্টারনেটে কলারোয়া নিউজকে জানান, সীমান্তে ক্ষেতের ভেতর মঙ্গলবার উদ্ধার করা হয় যুবতীর মরদেহ। হাত-পা বাঁধা, পুড়িয়ে দেয়া হয়েছে মুখ। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পরে মৃতের পরিচয় জানার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে পুলিশ।
পরে হাত-পা বাঁধা ওই যুবতী দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। মুম্বাইতে বিউটি পার্লারে কাজ করতেন বাংলাদেশি ওই যুবতী। দেশে ফেরার পথে এই ঘটনা দাবী পুলিশের।

তারা জানান, স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল ক্ষেতে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার গলার নলি কাটা ছিল। মুখমন্ডল ওড়ানো পেঁচানো ও আগুনে ঝলসানো ছিলো। দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ ও মোবাইল ফোন। লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে পার্শ্ববর্তী গ্রামের এক দালালকে।

তারা আরো জানান, কাকরোল ক্ষেতের মধ্যে হাত পা বাঁধা, গলার নলি কাটা অবস্থায় পড়েছিলো দেহ। যুবতীর মুখের এক পাশ পোড়া ছিল।সীমান্ত এলাকায় ওই যুবতীর বীভৎস দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম থেকেই এই ঘটনায় দালালচক্রে তত্ত্ব উঠে আসছিলো। ৭২ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করলো পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, মৃত যুবতী বাংলাদেশি। তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকার কাছে শ‍্যামপুরে।

ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত নিছার আলি মোল্লা নামে ভারতীয় এক দালালকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। আটক ব্যক্তির বাড়ি স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীবাড়ি গ্রামে। তাকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেফতার করা হয়।

জানা যায়, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ড. জবি থমাস কে., বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয়। ওই যুবতীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন, পোশাক, বাংলাদেশি ঠিকানা ও রক্তের নমুনাসহ মাটি সংগ্রহ করে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল।

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে. ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, মুম্বইতে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারে কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে মোটা অর্থ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলো সে।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। মৃত যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মনে করা হচ্ছে টাকা হাতাতেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। এই খুনে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। পাশাপাশিবিস্তারিত পড়ুন

‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ঠাঁই হবে না’, ভারতকে প্রতিশ্রুতি বিএনপির

ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক মধুর নয়— এমন কথাবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
  • দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট, বাংলাদেশি যুবকের ভিসা বাতিল, পাঠালো ফেরত
  • কুষ্টিয়ার সীমান্তে ২০০ একর জমি ফিরিয়ে দিচ্ছে ভারত
  • পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধ শিথিল ভারতের, সর্বনিম্ন মূল্যের শর্ত প্রত্যাহার, কমেছে শুল্কও
  • কর্মবিরতিতে ২৯ রোগীর মৃত্যু, ক্ষতিপূরণ দেবেন মমতা
  • ‘আমি যতবার মা হবো, সৃজিত ততবার বাবা’- কেন এ কথা স্বস্তিকার
  • ভারতে ইলিশ পাঠাতে পারবো না, আমাদের জনগণ খাবে : মৎস্য উপদেষ্টা
  • জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল
  • ‘যুদ্ধ পরিচালনা করার মতো অস্ত্র’ উদ্ধার হলো মণিপুরে
  • শেখ হাসিনার ফোনালাপ ফাঁস: নিজেকে প্রধানমন্ত্রী দাবি, বললেন দেশের কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যেতে পারি