কেশবপুরে উৎসবের আমেজ! বিজয়ের পথে নৌকা
এস আর সাঈদ, কেশবপুর (যশোর): ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে চলছে উৎসবের আমেজ।
জানাগেছে, যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপির মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হন।
শাহীন চাকলাদার এমপি নির্বাচিত হয়ে গত ৩ বছরে সাগরদাঁড়ী সড়ক সহ উপজেলায় ৭৮ টি কার্পেটিং রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, শহীদ মিনার নির্মাণ, বিজয় স্তম্ভ নির্মাণ-সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এমপি শাহীন চাকলাদার নির্বাচিত হওয়ার পূর্বে কেশবপুরে হাতড়ী বাহিনী ও গামছা বাহিনীর অত্যাচার ও চাঁদাবাজীর কারণে উপজেলা বাসী অতিষ্ট হয়ে পড়েছিল। উপ-নির্বাচনে শাহীন চাকলাদার আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর হাতুড়ী বাহিনী ও গামছা বাহিনী রাতের আধারে কেশবপুর ত্যাগ করে।
প্রতিষ্ঠিত হয় স্তস্তি আর শান্তির কেশবপুর। কেশবপুর উপজেলা বাসি শান্তিতে বসবাস করা এবং উপজেলা ব্যাপী ব্যাপক উন্নয়ন হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার। মনোনয়ন পাওয়ার পর থেকে এমপি শাহীন চাকলাদার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনকে সাথে নিয়ে উপজেলা ব্যাপী গণসংযোগ করেন। ইউনিয়নে ইউনিয়নে পথ সভা করেন।
পথসভাগুলি জনসভায় পরিণত হয়। তাছাড়া যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের বিজয় নিশ্চিত করেতে উপজেলা যুবলীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ ও উপজেলা যুব মহিলালীগ, উপজেলা ছাত্রলীগ পৌর শহরে নৌকা প্রতীকের পৃথক পৃথক প্রচার মিছিল বের করে। ঐ সকল মিছিলে জনতার ঢল নামে। নৌকার শ্লোগানে পৌর শহর প্রকম্পিত হয়।
সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবারে কেশবপুর পাবলিক ময়দানে ৫০ হাজার ভোটারদের উপস্থিতে নৌকা প্রতীকের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১১ টি ইউনিয়ন পৃথক পৃথক ভাবে মিছিল সহকারে পাবলিক ময়দানে হাজির হয়। ঐতিহাসিক বিশাল ঐ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার। কেশবপুরের ইতিহাসে এত মানুষের উপস্থিতে কোন জনসভা ইতিপূর্বে হয়নি।
অপরদিকে কেশবপুর উপজেলার ব্যাপক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় এমপি শাহীন চাকলাদের গ্রহণ যোগ্যাতা দিন দিন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া উপজেলা বাসির সুখে দুখে পাশে থাকায় এমপি শাহীন চাকলাদারের জনপ্রিয়তা ব্যাবকভাবে বৃদ্ধি পেয়েছে। আগামী কাল ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারা উদগ্রিব হয়ে আছে। যার ফলে ব্যাপক ভোটে নৌকা বিজয়ের পথে রয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে ৮১টি কেন্দ্রে ৫০৮টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধে পুরুষ কক্ষ ২৪৩টি এবং মহিলা কক্ষ ২৬৫টি। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯ হাজার ৯১৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ১০জন ও হিজড়া ভোটার ১ জন। ৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এমপি শাহীন চাকলাদার নৌকা প্রতীকে, জাতীয় পার্টি মনোনীত জি এম হাসান লাঙ্গল প্রতীকে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন কাউচি প্রতীকে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহŸায়ক আজিজুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)