রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে টানা বৃষ্টিতে হরিহর নদের পানি উপচে পড়ে জলাবদ্ধতা শুরু

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও হরিহর নদের উপচে পড়া পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া, কেশবপুর সাহাপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি ও নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সরেজমিন মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি উঠে আসায় পানি বন্ধি হয়ে পড়ছে। সে কারণে বাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। হরিহর নদের উপচে পড়া ও টানা বৃষ্টির কারণে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। সময় থাকতে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। আলতাপোল এলাকার অধিকাংশ মানুষ পানি বন্ধি হয়ে পড়ছে। বাড়ির উঠানেও এখন হাটু পানি। পানির মধ্য দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হালিম বলেন, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া এলাকার মানুষের বাড়িতে পানি উঠে এসেছে। পানিবন্দি মানুষের তালিকা করা হচ্ছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানিতে পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া ও কেশবপুর সাহাপাড়া এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। পৌরসভার পক্ষ থেকে পানিবন্দি পরিবারের তালিকা করার কাজ শুরু হয়েছে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, আমার ইউনিয়নের ব্যাসডাঙ্গা, মধ্যকুল, নতুন মূলগ্রামসহ বিভিন্ন এলাকায়ও পানি ঢুকে পড়েছে। আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি আরেকটু বৃষ্টি হলে তলিয়ে যাবে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, হরিহর নদে এখনো বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আপার ভদ্রা নদী পলি পড়ে ভরাট হওয়ার কারণে হরিহরের পানি নিষ্কাশনে বাঁধা পেয়ে নদ তীরবর্তী কিছু নিচু অঞ্চলে ঢুকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আর ভারি বৃষ্টি না হয়।

একই রকম সংবাদ সমূহ

কেশবপরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ, সরকারি সহযোগিতার আহ্বান

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে জমির মালিকদের নিজ খরচে পানি সেচ।বিস্তারিত পড়ুন

কেশবপরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মিসভা অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে পৌর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মিসভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সার্জারি ও মেডিকেল সার্টিফিকেট নেই অথচ করতেন অপারেশন!

সোহেল পারভেজ, কেশবেপুর: যশোরের কেশবপুরে আলোচিত সেই উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার সাগরদাঁড়ীবিস্তারিত পড়ুন

  • কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • যশোরের রাজগঞ্জে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির লা*শ উদ্ধার
  • কেশবপরে সাগরদাঁড়িতে পদক প্রদান ছাড়াই শেষ হলো সপ্তাহব্যাপী মধুমেলা
  • কেশবপুরে সাংবাদিককে মারপিট, বাড়িতে সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকি
  • মাইকেল মধুমেলায় যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য!
  • কেশবপুরে সরকারী গাছ কেঁটে নিয়ে যাওয়ার সময় গাড়িসহ চালক আটক
  • সাগরদাঁড়িতে ‘মধুমেলা’র মাঠে গাছ কর্তনের সময় হাতেনাতে ধরেও অজ্ঞাতনামা
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রৈমাসিক সভা
  • কেশবপুরে হেফজ খানা ও এতিম খানার ১৩ নতুন হাফেজ কে পাগড়ি প্রদান
  • কেশবপুরে শেকড়ের সন্ধানের সাহিত্য আসর ও আলোচনা সভা
  • কেশবপরে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
  • কেশবপরে সাগরদাঁড়ী ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন