শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিনাইদহে এসডিএফের উদ্যোগে দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস. এম. শফিক, স্টাফ করেসপন্ডেন্ট: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্ত্বশাসিত সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে ঝিনাইদহ সদর উপজেলার ১, ২ ও ৩ নং ক্লাস্টারের আয়োজনে “রেজিলিয়েন্স এন্টারপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই)” প্রকল্পের অধীনে জেলা অফিস ঝিনাইদহ ও যশোর অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে ৩ দিনব্যাপী (২২-২৪ জানুয়ারি, ২০২৪) “দুগ্ধ খামার ব্যবস্থাপনায় আধুনিক কৌশল” বিষয়ক প্রশিক্ষণ সৃজনী ফাউন্ডেশন প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এসডিএফ প্রধান কার্যালয়ের লাইভস্টক কনসালট্যান্ট (প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক, কৃত্রিম প্রজনন) ডাঃ ভবতোষ কান্তি সরকার।

জেলা ব্যবস্থাপক কৃষিবিদ কাজী হাসানুজ্জামান এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের সূচনা করা হয়। এ সময় আরো বক্তব্য প্রদান করেন মোঃ রবিউল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (লাইভলিহুড ও কমিউনিটি ফাইনান্স)।

৩ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে দুগ্ধ খামার ব্যবস্থাপনায় আধুনিক কৌশল প্রয়োগ করে পুষ্টির পাশাপাশি জীবনমানের উন্নয়নে কিভাবে প্রান্তিক জনগোষ্ঠী লাভবান হতে পারে সেই বিষয়গুলো হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষণের আলোচক হিসাবে আরো উপস্থিত ছিলেন ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ঝিনাইদহ সদর।

প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-দুধালো গাভীর বাহ্যিক বৈশিষ্ট্য, ভালো জাতের গাভীর গুণাগুণ ও জাত পরিচিতি, গাভীর জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন, গর্ভধারণে গাভীর বাহ্যিক পরিবর্তন ও গর্ভপরীক্ষা, গর্ভধারণ না করা, রিপিট ব্রিডিং এবং গর্ভপাতের কারণ, গর্ভবতী গাভীর যত্ন ও পরিচর্যা, খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং প্রসবকালীন ও প্রসবোত্তর গাভীর যত্ন ও পরিচর্যা, নবজাতক বাছুরের যত্ন ও পরিচর্যা, জন্ম থেকে দুধ ছাড়া পর্যন্ত বাছুরের দৈনিক খাদ্য, দুগ্ধ খামার ব্যবস্থাপনায় আধুনিক কৌশল বিষয়ক প্রশিক্ষণ।

বাছুরের কতিপয় গুরুত্বপূর্ণ রোগ ও এর প্রতিকার, গবাদিপশুর বাসস্থান ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা এবং ফডার পরিচিত ও চাষ পদ্ধতি, স্বাস্থ্যসম্মত দুধ দোহন কৌশল, গাভীর দুধ উৎপাদনের বিভিন্ন পর্যায় ও পুষ্টি সরবরাহ এবং খামারের দৈনন্দিন কাজ, প্রাণির দৈহিক ওজন নির্ণয় কৌশল, সুস্থ্ প্রাণির বৈশিষ্ট্য, রোগের কারণ ও শ্রেণীবিভাগ, গবাদিপশুতে ঔষধ প্রয়োগ পদ্ধতিসমূহ এবং প্রাণীদেহের দৈহিক তাপমাত্রা রেকর্ডকরণ, খামার পরিদর্শন ও খামার ব্যবস্থাপনা।

গরুর নিয়ন্ত্রণ, ওজন নির্ণয়, ঔষধ প্রয়োগ পদ্ধতি (খাওয়ানো, ইন্জেকশন দেয়া ইত্যাদি), ডায়রিয়া, বদহজম, পেটফাঁপা, গর্ভফুল আটকে যাওয়া, মিল্ক ফেবার ও ম্যাস্টাইটিস রোগের চিকিৎসা ও প্রতিকার, ক্ষুরা, লাম্পি স্কিন, তড়কা, গলাফোলা ও জলাতঙ্ক রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার, গবাদিপশুর সংক্রামক রোগের প্রতিকার ব্যবস্থা, টিকাদান সিডিউল, পরিবেশ সুরক্ষায় খামারের বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি।

উক্ত প্রশিক্ষণের সামগ্রিক পরিচালনায় ছিলেন এস. এম. শফিকুল ইসলাম, জেলা কর্মকর্তা (লাইভলিহুড)। প্রশিক্ষণে সদরের ৩ টি ক্লাস্টার অফিসের বিভিন্ন গ্রাম সমিতির ৩০ জন নারী দুগ্ধ খামারি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আরইএলআই প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার অভীষ্ট লক্ষ্য অর্জনে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের আর্থিক সহায়তায় দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে গতানুগতিক প্রক্রিয়ার বাইরে ব্যতিক্রমী উদ্ভাবন “কমিউনিটি চালিত উন্নয়ন (সিডিডি)” কৌশল প্রয়োগ করে সারাদেশের ২০ টি জেলায় এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র বিমোচন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।

এসডিএফের রূপকল্প হলো “টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ”। গ্রাম উন্নয়ন তহবিল (ভিডিএফ), এককালীন অনুদান, কমিউনিটি অবকাঠামো নির্মাণ, রিভলবিং বা ঘূর্ণায়মান তহবিল, যুবদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তিসহ নানাবিধ কার্যক্রম এই প্রকল্পের অন্তর্ভূক্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত ক্ষমতায় এলে নারীদের গৃহবন্দি করে রাখা হবে না: আমির

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলেবিস্তারিত পড়ুন

মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর

মাথা ন্যাড়া ও গোফ কামিয়েও শেষ রক্ষা হলো না। অবৈধভাবে ভারতে পালানোরবিস্তারিত পড়ুন

আসুন জনগণের প্রত্যাশা পূরণে কাজ করি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা আজ এমন একটা পরিবেশে সমবেতবিস্তারিত পড়ুন

  • ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার গ্রেফতার
  • বাংলাদেশে অনুপ্রবেশের পর গ্রেপ্তার, পালানোর সময় ফের ধরা ভারতের পুলিশ সদস্য
  • এমপি আনার হত্যা: ঘুরেফিরে সবকিছুতেই আসছে শাহীনের নাম
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে অভিযান
  • এমপি আজিম হত্যা: ম্যাজিস্ট্রেট ও বাবুকে নিয়ে মোবাইল উদ্ধারে যাবে ডিবি
  • এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে নতুন যে তথ্য দিলো ডিবি
  • এমপি আনার হত্যা: গ্যাস বাবুর রিমান্ড নামঞ্জুর, ঝিনাইদহে অভিযানের নির্দেশ
  • আ.লীগ নেতা মিন্টুকে গ্রেফতার করে আমরা চাপে নেই: হারুন
  • এমপি আনারকন্যা ডরিনকে ডাকলো ভারতের সিআইডি
  • এমপি পদ আর রাজনৈতিক দ্বন্দ্বে এমপি আনার হত্যা!
  • এমপি আনারের আসনে নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ
  • এমপি আনার হত্যা : এমপি হওয়ার স্বপ্ন বিভোরে হত্যার মূল পরিকল্পনায় মিন্টু!