বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন তারিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে বাতিল হওয়া তারিকুল ইসলাম ভূঁইয়া তারেকের মনোয়ন বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে এই নির্বাচনে লড়তে আর কোনো বাধা থাকলো না তারেকের।

সোমবার (২৬ জুন) বেলা ১২টার দিকে এই আদেশ দেন সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জমান ও বিচারপতি রবিউল হাসানের আদালত। এর আগে গতকাল রোববার তারিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা কেন অবৈধ হবে না জানতে চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বিবাদী করে দায়ের করা এই রিট আবেদনে তারিকুল ইসলাম ভূঁইয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট ওয়াজিউল্লাহ এবং এডভোকেট এয়ারুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী জানান, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে ৩২৫২ জন ভোটারের স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধতা ছিল। অথচ তারিকুল ইসলাম ভূঁইয়া তারচেয়েও বেশি ভোটারসহ মোট ৩২৭০ জন ভোটারের তালিকা নির্বাচন কমিশনে দাখিল করেছেন। কিন্তু ভোটারের স্বাক্ষর সংবলিত কয়েকটি পাতা সরিয়ে দিয়ে তাঁর আবেদনের সঙ্গে চাহিদার তুলনায ১১৫ জন ভোটার কম রয়েছে বলে দাবি করে তারিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। পুনরায় আপিলে সেই তালিকা দেখানো হলেও ইসি আমলে না নিয়ে প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা কেন ফিরিয়ে দেওয়া হবে না জানতে চেয়ে আমরা রিট করেছিলাম। আদালত আমাদের আবেদন শুনে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন। ফলে ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে তাঁর আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।

এর আগে নায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূণ্য হলে এই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জনতার অধিকার পার্টি (পিআরপি)র চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক। কিন্তু দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে নির্বাচন কমিশনের বাছাইয়ে বাদ পড়েন হিরো আলম-তারিকুল ইসলামসহ ৮ প্রার্থী। যদিও নির্বাচন কমিশনে আপিল করে হিরো আলম তার মনোনয়ন ফিরে পেলেও আপিলেও অবৈধ ঘোষণা করা হয় তারিকুল ইসলামের মনোনয়ন।

একই রকম সংবাদ সমূহ

মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবেরবিস্তারিত পড়ুন

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়। সংবিধানে এতে কোনো বাধা নেইবিস্তারিত পড়ুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের মালিকাধীনবিস্তারিত পড়ুন

  • পিআর হলে দেশে কোনো সরকার গঠন না-ও হতে পারে -খন্দকার মোশাররফ
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ ‘পাইলটের উড্ডয়ন ত্রুটি’
  • নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত
  • নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
  • ডেঙ্গুতে একদিনে ঝরলো ১০ প্রাণ
  • মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি
  • দেশে জলবায়ু খাতে দুই হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে: টিআইবি
  • ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
  • তিন আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া
  • প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে
  • বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম
  • এবার সঠিক সময়েই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: উপদেষ্টা