উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন
দেবহাটায় নৌকা প্রতীকের বিরোধীতাকারিকে মনোনয়ন না দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন
সাতক্ষীরার দেবহাটার ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করেছিল আসন্ন চেয়ারম্যান পদের উপ নির্বাচনে তাদেরকে নৌকার মাঝি না করার জন্য আ.লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এক সাবেক কৃষকলীগ নেতা।
সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা আ.লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের পক্ষে পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ও ইউপি মেম্বর গাজী শহিদুল্লাহ এই আবেদন জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচানে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গণি নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু গত ৭ আগষ্ট তিনি মারা যাওয়ায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন আসন্ন। কিন্তু সেই সময় যারা প্রকাশ্যে নৌকা প্রতীকের বিরোধীতা করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর আনারস প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছিলেন তারা অনেকেই এখন নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। এসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলা আ.লীগের সভাপতি ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এবং এদের সাথেসঙ্গী হিসাবে উৎপ্রতভাবে জড়িত ছিলেন তদান্তিন সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
গাজী শহিদুল্লাহ অভিযোগ করে বলেন, উল্লেখিত ব্যক্তিরা উক্ত নির্বাচনের সময় নৌকার পোলিং এজেন্ট, কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে কাজ না করার জন্য হুমকি ধামকি দিয়েছিলেন, এমনকি নৌকা প্রতীকের নির্বাচনী অফিসও বন্ধ করে দিয়েছিলেন তারা। মরহুম আব্দুল গণি সেই সময় এসবের প্রমাণ জননেত্রী শেখ হাসিনার কাছে প্রতিবেদন আকারে দাখিল করেছিলেন। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কঠোরভাবে নৌকা প্রতীকের বিরোধীতাকারী সেইসব নেতারা এখন উপ নির্বাচনে নৌকার মাঝি হওয়ার জন্য দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড় ঝাপ শুরু করেছেন।
তিনি বলেন, ইতিপূর্বে যারা আ.লীগের দলীয় প্রার্থীর পক্ষে ছিল, দলের জন্য যারা নিবেতি প্রাণ, ত্যাগী ও দুঃসময়ের কান্ডারী, যাদের অতীত কার্যকলাপ সমালোচিত নয় তাদেরকে আসন্ন উপ নির্বাচনে নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দেয়া হোক। যদি তা না করে উল্লেখিত বির্তকিত ব্যক্তিদের কাউকে দলীয় মনোনয়ন দেয়া হয় তাহলে দেবহাটা উপজেলা আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সঞ্চার হবে।
তিনি পরীক্ষিত একজন ব্যক্তি যার কর্মকান্ড কখনো নৌকা বিরোধী ছিল না, এমন একজনকে আসন্ন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলীয় প্রধান বাংলাদেশ আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)