বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজিবির অভিযানে জেলি পুশকৃত ৩শ’ কেজি চিংড়ি জব্দ, পাঁচ জনকে জরিমানা

গাজী হাবিব: সাতক্ষীরায় ক্ষতিকর জেলি পুশের অভিযোগে তিনশ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বিজিবি। এসময় অপদ্রব্য পুশকৃত চিংড়ি বাজারজাতের দায়ে ৫ মৎস্য ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২ মে) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১মে) রাতে সাতক্ষীরা শহরের অদূরে আলিয়া মাদ্রসার মোড় থেকে এসব চিংড়ি মাছ জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিপুল পরিমান অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ বিক্রির উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে একটি টিম রাতে শহরের অদূরে আলিয়া মাদ্রাসার মোড়ে অবস্থান নেয়। এসময় আশাশুনির দিক থেকে আগত বাগদা ও গলদা চিংড়ি মাছ ভর্তি ৫টি পিকআপ আটক করে বিজিবি সদস্যরা।

পরবর্তীতে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ আটককৃত চিংড়ি মাছ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে ৯ হাজার কেজি মাছের মধ্যে ৩০০ কেজি গলদা ও বাগদা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের বিষয়টি সনাক্ত করে। যার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

এসময় চিংড়ি মাছের মধ্যে ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশ করার অভিযোগে মৎস্য ব্যবসায়ী দেবহাটার কদমখালী গ্রামের মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে জয়দেব মন্ডলকে ২৪ হাজার টাকা, আশাশুনির হাড়িভাঙা গ্রামের স্বপন মিস্ত্রির ছেলে আনন্দ মিস্ত্রীকে ১০ হাজার টাকা, দেবহাটার হিজলডাঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে রবিন সরদারকে ১০ হাজার এবং আশাশুনির দক্ষিণ একসরা গ্রামের আজিবর গাজীর ছেলে আনিসুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি ) অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশকৃত মাছগুলো মানবদেহের জন্য ক্ষতিকর বিধায় ৩০০ কেজি গলদা-বাগদা চিংড়ি মাছ পুঁড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিকর জেলি বা অপদ্রব্য পুশছাড়া বাকি ৮ হাজার ৭০০ কেজি গলদা ও বাগদা চিংড়ি মাছসহ পিকআপ ছেড়ে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, সভা, বৃক্ষরোপন

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আমন ধান রোপণে লক্ষ্যমাত্রা ছাড়ানোর সম্ভাবনা

চলতি মৌসুমে সাতক্ষীরায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮ হাজার ৬৭০বিস্তারিত পড়ুন

  • স্বদেশ আসকএর উদ্যোগে স্কুল পর্যায়ে নাট্যদল গঠন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সাংবাদিকদের মাঝে কোরআন বিতরণ
  • “পুলিশ বাহিনীকে আর কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বানানো যাবে না”
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
  • “সাতক্ষীরার মোঃ আলামিন শিক্ষক বাতায়নে দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটর”
  • বি.ডি.এফ প্রেসক্লাবে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্যই জনগণ পরিবর্তন চায়- মাওঃ আজিজুর রহমান
  • নির্মল বায়ু সবার অধিকার’ স্লোগানে সাতক্ষীরায় কুইজ ও রচনা প্রতিযোগিতা
  • সাতক্ষীরায় ভাতা কর্মসূচির লাইভ কৌটাকেশন: কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন
  • সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে হামদ-নাত প্রতিযোগিতা, দোয়ানুষ্ঠান
  • আবারো ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা, সংকটে সাতক্ষীরার প্রাণসায়রের খাল