বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদ্যুতে সাশ্রয়ী হোন! কয়লার ব্যবস্থা করছি- প্রধানমন্ত্রী

দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কয়লা কেনার ব্যবস্থা করছি। বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি কতোদিন থাকবে তা বলা যাচ্ছে না।

খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হবার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন ঠিক রাখতে এবং জনগণের কষ্ট কমাতে যা যা করার সরকার তা করছে।

রোববার (৪ঠা জুন) জাতীয় সংসদ অধিবেশনে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি একথা বলেন।

পরে চট্টগ্রামের মরহুম সংসদ সদস্য আফসারুল আমিনের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয় জাতীয় সংসদে। শোক প্রস্তাব সমর্থন করে প্রধানমন্ত্রী বলেন, এবারের সংসদে এতো বেশি আপনজন হারিয়েছি, যা কখনও হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, স্যাংশন-পাল্টা স্যাংশন কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জ্বালানী সঙ্কট রয়েছে।

প্রতিটা খাদ্যপণ্য থেকে সব পণ্যের দাম বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অস্বাভাবিক পরিস্থিতি সারাবিশ্বেই বিরাজ করছে।

বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল করতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে কারণ এই অস্বাভাবিক পরিস্থিতি আরো খারাপ হবে কি না তা কারো জানা নেই।

প্রয়াত আফসারুল আমিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন নিবেদিত প্রাণ কর্মী ও মৃদুভাষী মানুষ। বাস্তবে আজকে প্রাথমিক শিক্ষায় যে সাফল্য আমরা দেখছি সেটি তার অবদান।

তিনি বলেন, আমরা একে একে মুক্তিযোদ্ধাদের হারাচ্ছি। ৭৫ এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। এখন আমরা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান পেয়েছেন। আফসারুল আমিন দেশ গড়া কাজেও সৎ ও নিষ্ঠাবান ছিলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালে দুর্যোগের সময় বিরোধী দলের নেতা থাকা অবস্থায় সংসদে সেকথা তুলেছিলাম। খালেদা জিয়া তখন বললেন, যে পরিমাণ মানুষ মারা যাওয়ার কথা ছিলো ততো মরেনি। তখন বলেছিলাম, উনি তো জানতেনই না কতো মানুষ মারা গেছেন, সেই সময় ছুটে গিয়েছিলেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালের দুর্যোগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে সাধারণ মানুষের সেবায় এগিয়ে গেছেন।

যখনই দুর্যোগ-দুর্বিপাক হয় তখনই আওয়ামী লীগের কর্মীরা ছুটে যান। আফসারুল আমিনও তেমন একজন ছিলেন। এ ক্ষতি পূরণ হবার নয়।

স্বাধীনতার সুফল এখন ঘরে ঘরে পৌঁছাচ্ছে। যদিও যুদ্ধ, জ্বালানীর অভাবসহ অস্বাভাবিক পরিস্থিতি আগে কখনও ছিলো না। সমগ্র বিশ্বেই মুদ্রাস্ফীতি, খাদ্যের অভাব সবাইকেই কষ্ট দিচ্ছে- যোগ করেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধানবিস্তারিত পড়ুন

ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্রবিস্তারিত পড়ুন

‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটি

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকেবিস্তারিত পড়ুন

  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন
  • বিভিন্ন বাহিনীতে ২৭৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব
  • সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন রাখার নির্দেশ
  • যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে : জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ
  • যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি
  • জুলাই সনদ: ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, আইনসভা ২ কক্ষের, প্রধানমন্ত্রী দলীয় প্রধান নয়
  • ‘না ভোট’ রাখার প্রস্তাব দেয়নি বিএনপি: নজরুল ইসলাম খান