রবিবার, মে ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাংক থেকেই কোটি কোটি টাকা সরিয়ে নিত ওরা

ব্যাংক থেকে গ্রাহকদের তথ্য চুরির পর তাদের সই জাল করে প্রতারক চক্র সরিয়ে নিত কোটি কোটি টাকা। এমনকি পুলিশের অভিযানের আগ মুহূর্তেও আরও ১২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল চক্রের সদস্যরা।

তাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাংক কর্মকর্তা। যার যোগসাজশেই টাকা সরাতো প্রতারকরা। ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভূঁইয়া (৩৫), আনিছুর রহমান সোহান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো. আসলাম (৫৩), আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় পুলিশ।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিশাল অঙ্কের টাকা ট্রান্সফারের আরটিজিএস ফর্ম জমা হয় ডাচ বাংলা ব্যাংকের একটি শাখায়। স্বাক্ষর দেখে সন্দেহ হওয়ায় ব্যাংক থেকে ফোন দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে। কিন্তু তারা জানায়, এমন কোনো লেনদেন তাদের প্রতিষ্ঠান থেকে করা হয়নি। তখন ঘটনার গভীরে গিয়ে দেখা যায় স্বাক্ষরটি ছিল জাল।

ওই প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভাটারা থানা পুলিশ। বেরিয়ে আসে থলের বিড়াল। ডাচ বাংলা ব্যাংকেরই এ কর্মকর্তার যোগাসাজশে করা হয় এ প্রতারণা। গ্রেফতার করা হয় চক্রের ১০ সদস্যকে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরি করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সরিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। অভিযানের ঠিক আগ মুহূর্তেও চলছিল আরেকটি প্রতিষ্ঠানের প্রায় ১২ কোটি টাকা সরানোর চেষ্টা।

তিনি বলেন, ব্যাংকের যে সদস্যটি তাদের সঙ্গে জড়িত ছিলেন, তারা যেটা করেছেন আরটিজিএসি একটি ফান্ড ট্রান্সফারে একটা প্রসেস। এ প্রসেস তারা তৈরি করেছি একটি গ্রুপের নামে। সেখানে প্রায় সাড়ে ৬ কোটি টাকার মতো ট্রান্সফার টাকা করতে যাচ্ছিল।

এ ধরনের প্রতারণা এড়াতে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরা জেলায় কোন ঘুষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক : বিএনপি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিএনপির সমাবেশে তামিম ইকবাল, রাজনীতিতে পদার্পণের ইঙ্গিত?
  • আ.লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয় করা উচিত: নুর
  • আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার
  • সাইবার স্পেসেও নিষিদ্ধ হলো আ.লীগের কার্যক্রম
  • নিষিদ্ধ হলো আওয়ামী লীগ
  • চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে যা বললেন তামিম
  • যশোরের মনিরামপুরে ভবদহ পাড়ের বোরোচাষীদের বোবা কান্না
  • শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: ৫ ব্যবসায়ীকে জরিমানা
  • নারীরা যোগ্যতা অনুযায়ী কাজে অংশগ্রহণের সুযোগ পাবে: জামায়াতের নায়েবে আমীর
  • ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক হবে ছয় লেনের : উপদেষ্টা সাখাওয়াত
  • দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না: ফখরুল