শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যাংক থেকেই কোটি কোটি টাকা সরিয়ে নিত ওরা

ব্যাংক থেকে গ্রাহকদের তথ্য চুরির পর তাদের সই জাল করে প্রতারক চক্র সরিয়ে নিত কোটি কোটি টাকা। এমনকি পুলিশের অভিযানের আগ মুহূর্তেও আরও ১২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল চক্রের সদস্যরা।

তাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যাংক কর্মকর্তা। যার যোগসাজশেই টাকা সরাতো প্রতারকরা। ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তাসহ চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন (৩৫), ইয়াসিন আলী (৩৪), মাহবুব ইশতিয়াক ভূঁইয়া (৩৫), আনিছুর রহমান সোহান (৪২), মো. দুলাল হোসাইন (৩৫), মো. আসলাম (৫৩), আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় পুলিশ।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান, দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিশাল অঙ্কের টাকা ট্রান্সফারের আরটিজিএস ফর্ম জমা হয় ডাচ বাংলা ব্যাংকের একটি শাখায়। স্বাক্ষর দেখে সন্দেহ হওয়ায় ব্যাংক থেকে ফোন দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে। কিন্তু তারা জানায়, এমন কোনো লেনদেন তাদের প্রতিষ্ঠান থেকে করা হয়নি। তখন ঘটনার গভীরে গিয়ে দেখা যায় স্বাক্ষরটি ছিল জাল।

ওই প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভাটারা থানা পুলিশ। বেরিয়ে আসে থলের বিড়াল। ডাচ বাংলা ব্যাংকেরই এ কর্মকর্তার যোগাসাজশে করা হয় এ প্রতারণা। গ্রেফতার করা হয় চক্রের ১০ সদস্যকে।

মো. আসাদুজ্জামান আরও বলেন, তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ব্যাংকের গ্রাহকদের তথ্য চুরি করে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সরিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। অভিযানের ঠিক আগ মুহূর্তেও চলছিল আরেকটি প্রতিষ্ঠানের প্রায় ১২ কোটি টাকা সরানোর চেষ্টা।

তিনি বলেন, ব্যাংকের যে সদস্যটি তাদের সঙ্গে জড়িত ছিলেন, তারা যেটা করেছেন আরটিজিএসি একটি ফান্ড ট্রান্সফারে একটা প্রসেস। এ প্রসেস তারা তৈরি করেছি একটি গ্রুপের নামে। সেখানে প্রায় সাড়ে ৬ কোটি টাকার মতো ট্রান্সফার টাকা করতে যাচ্ছিল।

এ ধরনের প্রতারণা এড়াতে ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

বিএনপির র‍্যালি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’- এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজবিস্তারিত পড়ুন

জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নারী ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহবিস্তারিত পড়ুন

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনেরবিস্তারিত পড়ুন

  • নয়াপল্টনে বিএনপির সমাবেশ
  • মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর: প্রেস সচিব
  • পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের এপিএস মনিরের দুই নৌযান জব্দ
  • পিআর হলে দেশে কোনো সরকার গঠন না-ও হতে পারে -খন্দকার মোশাররফ
  • মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ ‘পাইলটের উড্ডয়ন ত্রুটি’
  • নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত
  • নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর
  • ডেঙ্গুতে একদিনে ঝরলো ১০ প্রাণ
  • মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি
  • দেশে জলবায়ু খাতে দুই হাজার কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে: টিআইবি
  • ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ