শুক্রবার, জুলাই ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে চার মাসে ৬২ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

ফারুক রহমান, (সাতক্ষীরা): চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে নতুন অর্থবছর শুরুর চার মাসে ৬২ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে স্থলবন্দরটি। এসময় চার মাসে মোট রাজস্ব আয় হয়েছে ২৫৭ কোটি টাকা।

ফলে গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায়ও চলতি অর্থবছরের শুরুতে ৬২ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আয় বেড়েছে। এই স্থলবন্দর দিয়ে আমদানি-কমে যাওয়া সত্ত্বেও ব্যবসায় বাণিজ্যে উদার সহযোগিতা ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ ভোমরা স্থলবন্দরের জন্য রাজস্ব আয় ছিল ১৯৫ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৮ শত ৪৪ টাকা। সেখানে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ রাজস্ব আয় হয়েছে ২৬১কোটি ৭০ লাখ ১৯৮ টাকা। যা প্রায় ৬৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা বেশি।

এদিকে, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২৭ হাজার ৬২৬টি। যদিও চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২৫ হাজার ৩২টি। কিন্তু রাজস্ব আয় বেড়েছে ৬৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট,সেপ্টেম্বর ও অক্টোবর এ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল ১০ লাখ ৯ হাজার ৩৫৪ মেট্রিক টন। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। যা গত অর্থ বছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার ৫৫২ মেট্রিকটন কম।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, আমদানি-রপ্তানিতে বাণ্যিজ্যে সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকারের রাজস্ব বেড়েছে। এই বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীদের সব ধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়া হলে রাজস্ব আয় আরও অনেকাংশে বাড়বে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত উচ্চমান সহকারী তুষার বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আয় বেড়েছে। এই ধারা অব্যহত থাকলে গতবছরের তুলনায় এবার রাজস্ব আদায় কয়েক গুন বেড়ে যাবে।

এদিকে, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারক একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিএন্ডএফ’র সিন্ডিকেট বন্দর অশান্ত করে তুলেছে। গত দুইদিন ধরে ভোমরা স্থলবন্দরে নানামুখি তৎপরতা চালাচ্ছে যাতে বন্দর অচল হয়ে পড়ে। সিন্ডিকেটি ভোমরা স্থলবন্দরে কর্মরত কাস্টমসের উপ-কমিশনার ও রাজস্ব কর্মকর্তা ও কর্মচারিদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।

এক পর্যায়ে বন্দর দিয়ে আমদানি পণ্যে অনৈতিক সুবিধা দিতে বন্দর কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন। অনৈতিক সুবিধা না দিলে ও তাজা ফল আমদনীতে সুবিধা না দিলে বন্দর অচল করে দেওয়ার হুমকিতে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কাস্টমস কর্মকর্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার সুলতানপুর শেখপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর শেখপাড়া এলাকায় সিসিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এক ইজিবাইক চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে

মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুর ০৩ টার দিকে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

নড়াইলের চন্ডিবরপুর ও কলাবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলার দুটি ইউপিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১২জন প্রার্থীবিস্তারিত পড়ুন

  • শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত
  • দেবহাটার নওয়াপাড়ায় উপ-নির্বাচন ২৭ জুলাই, ইভিএম এ ভোট গ্রহণ
  • চলতি মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি সই
  • সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, কেনা যাবে না গাড়ি
  • বাগেরহাটে একসঙ্গে ফাঁস দিলেন স্বামী-স্ত্রী
  • কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ
  • রুপগঞ্জে পরীক্ষার হলে গাঁজা নিয়ে গেল এইচএসসি পরীক্ষার্থী
  • এবার কাস্টমস কমিশনারের ৯ তলা বাড়ি, ফ্ল্যাট জব্দের নির্দেশ
  • জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান
  • স্মার্ট বাংলাদেশ লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে
  • সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে সেলাই মেশিন, শাড়ি ও নগদ অর্থ বিতরণ
  • প্রেমটানে পালিয়ে আসা ভারতীয় তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে বিজিবি