ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দুটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ২০২৫ সালের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৯)-এর নির্বাচনে মোট ২৪টি পদে প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ এরশাদ আলী (আনারস) ও মোঃ আব্দুল হামিদ (ঘোড়া) মুখোমুখি হচ্ছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আরিজুর রহমান (উড়োজাহাজ) ও মোঃ নজরুল ইসলাম (টিয়াপাখি)।
সাধারণ সম্পাদক পদে মোঃ তরিকুল ইসলাম (সিংহ) এবং আরিজুল ইসলাম (হাস) লড়ছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম-০২ (ঘুড়ি), মোঃ মনিরুল ইসলাম-০১ (হাতপাখা) ও সাংগঠনিক সম্পাদক পদে খাদেমুল ইসলাম (ট্রাক্টর) ও কুতুবউদ্দীন গাজী (টেবিল), কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম (খরগোশ) ও আল আমিন হোসেন (জগ), প্রচার সম্পাদক পদে সেলিম মোল্যা (কমলালেবু) ও কারিমুল ইসলাম (কাঁঠাল), দপ্তর সম্পাদক পদে শরিফুল ইসলাম (দোয়েল পাখি) ও ইয়াছিন আলী (সিলিং ফ্যান) এবং সমাজকল্যাণ সম্পাদক পদে আমির হামজা (ঈগল) ও সিরাজুল ইসলাম (পদ্মফুল) প্রার্থী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সাতজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এদের মধ্যে রয়েছেন শরিফুল ইসলাম (কুলা), আল আমিন (চাকা), ইমাম হোসেন (তলোয়ার), হযরত আলী মৃধা (বেলচা), আবুল কালাম (ভ্যানগাড়ী), মনিরুল ইসলাম (রেডিও)।
অপরদিকে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫)-এর প্রতীক বরাদ্দেও উৎসবমুখর পরিবেশে একাধিক প্রার্থীর অংশগ্রহণ লক্ষ করা গেছে। সভাপতি পদে আব্দুর রশিদ (চশমা), হারান চন্দ্র ঘোষ (চেয়ার), ফরহাদ হোসেন (টেলিভিশন) এবং মনিরুল ইসলাম (মোটরসাইকেল) প্রতিদ্ব›িদ্বতা করছেন। সহ-সভাপতি পদে আঃ আলিম (গরুর গাড়ি) ও হারুন অর রশিদ তুহিন (টেবিল ফ্যান) প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আছেন মাসুদ আলম (হরিণ) ও হারুনার রশিদ (হারিকেন)। সহ-সাধারণ সম্পাদক পদে সিরাজ মোল্যা (টিউবওয়েল) ও আঃ আলিম (বাঘ)। সাংগঠনিক সম্পাদক পদে শওকত আলী (কাপ-পিরিচ) এবং জাহিদুর রহমান রাজু (খেজুরগাছ) রয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাফিজুল ইসলাম (কবুতর) ও সুজিত কুমার মিঠু (শাপলা), প্রচার সম্পাদক পদে মুনছুর আলী গাজী (ফ্রিজ) ও সাকিব হোসেন (মাইক), দপ্তর সম্পাদক পদে ইয়াছিন আলী (প্রজাপতি) ও আসাদুল ইসলাম (মোরগ), সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল কাশেম (কলস) ও সাদেক আলী গাজী (মই), এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হযরত আলী (তালগাছ) ও জসিম উদ্দিন (বল) প্রতিদ্ব›িদ্বতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে আঃ সাত্তার পটো (কোদাল), রাকিবুল হাসান হারুন (গোলাপফুল), আলতাফ হোসেন (পানির বোতল), কামরুজ্জামান (হুক)। দুই ইউনিয়নের নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতীক বরাদ্দের পরবর্তী ধাপে নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। আগামী ২ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সরকারি কলেজের ঐতিহ্যবাহী জিয়া হল দ্রুত সংস্কার পূর্বক পুনরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের উপর মাদকাসক্ত ও ভাড়াটিয়া সন্ত্রাসী কর্তৃকবিস্তারিত পড়ুন

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার দোয়া মাহফিল
হাফিজুল ইসলাম ইসলাম : “ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণবিস্তারিত পড়ুন