শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সশরীরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু

করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আজ রোববার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী।

তিনি জানান, বিভিন্ন ব্যাচের দুটি করে সেমিস্টারের ক্লাস অনলাইনে হলেও ফাইনাল ও মিডটার্ম পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও স্বাভাবিকভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘করোনা মহামারি মোকাবিলা করতে বিশ্ববিদ্যালয়ের নেওয়া পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা একসঙ্গে শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, পরিসংখ্যান, আইসিটি, ইংরেজি ও লোক প্রশাসন বিভাগের চূড়ান্ত (সেমিস্টার ফাইনাল) পরীক্ষা শুরু হয়েছে।’

পরীক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য পরীক্ষার সময়সূচী অনুযায়ী আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চালু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আজ পরীক্ষার্থীদের জন্য চারটি বাস চলাচল করবে। প্রয়োজনে পর্যায়ক্রমে বাস আরও বাড়ানো হবে।’

এ সময়ে শুধুমাত্র পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের বাসে যাতায়াত না করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

দেশে করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি পুনরায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ৩ জুন বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে দিক নির্দেশনা আসে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত।

এর আগে শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার তুললে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী আশ্বাস দেন, সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে সবার আগে পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়টি।

একই রকম সংবাদ সমূহ

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৪৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে ১৮০ স্কুল ব্যাগ বিতরণ

কলারোয়ার কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্যদের এক আলোচনা সভায় ১৮০ শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়েবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরায় কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতায় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান
  • যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার ১৪০ ভেন্যুকেন্দ্রের সবগুলোই বাতিল
  • আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না: মান্না
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
  • স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা
  • সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত