বাল্যবিবাহের বিরুদ্ধে ব্রিগেড গঠনের আহ্বান
সাতক্ষীরায় ঋশিল্পীর আমার সোনার পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


সাতক্ষীরা প্রতিনিধি: যদি একজন পুরুষ শিক্ষিত হয় তাহলে শুধুমাত্র একজন ব্যক্তি শিক্ষিত হয় কিন্তু যদি একজন নারী শিক্ষিত হয় তাহলে শিক্ষিত হয় একটি পরিবার, একটি কমিউনিটি, একটি সমাজ, একটি জাতি। তাই নারী শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতি গড়তে হলে বাল্যবিবাহকে চিরতরে নির্মূল করতে হবে। এজন্য বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় শক্তিশালী ব্রিগেড গঠন করতে হবে। বাল্যবিবাহ মানেই প্রতিভার পতন। বাল্যবিবাহ সমাজ ও রাষ্ট্রের জন্য অভিশাপ। এ অভিশাপ থেকে মুক্তির উপায় সামাজিক সচেতনতা এবং নারীর প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে প্রজেট্টো উওমো ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর “আমার সোনার পরিবারের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সাতক্ষীরা বিনেরপোতায় ঋশিল্পীর প্রশিক্ষণ কেন্দ্রে এডুকেশন সাপোর্ট প্রোগ্রামের সহযোগিতায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ২০জন ১৮ ঊর্ধ্ব শিক্ষার্থীর প্রত্যেককে ৮ হাজার করে মোট এক লক্ষ ৬০হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
প্রেসিডেন্ট মনিকা তোজি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ মোঃ খালেদ, ইটালিয়ান অতিথি লারা, ইলিনিয়া, অরোরা, জুলিয়া, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সেলিমুল ইসলাম, প্রোজেক্ট ম্যানেজার সনোজ কুমার বসু, নির্মল সরদার, মারিও পান্ডে, আনন্দ কুমার সরকার, প্রধান শিক্ষক মোঃ আব্দুল জব্বার, প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মিহির কুমার বিশ্বাস, মোঃ মিজানুর রহমান, হরিপদ দাস প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঋশিল্পীর মনিরুজ্জামান মনি, দুখীরাম মন্ডল, প্রতীক্ষা এবং নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থী প্রতীক্ষা ও সামারা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় “আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক প্রতিযোগিতা
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরায় তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন শীর্ষক “আমাদরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার খেজুরডাঙ্গা হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্যবিস্তারিত পড়ুন

‘আপ বাংলাদেশ’ সাতক্ষীরা জেলা কমিটি: আহবায়ক আক্তার, সদস্য সচিব আবিদ
ফিরোজ হোসেন, সাতক্ষীরা: জুলাই বিপ্লবের নতুন রাজনৈতিক প্লাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (‘আপবিস্তারিত পড়ুন