সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদাবাজির তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের প্রতিষ্ঠানে হামলা-লুট!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের মিনিস্টার শোরুমে এ ঘটনা ঘটে।

এসময় শো-রুমের এলইডি টিভি, ফ্রিজ, এসি, রাইসকুকারসহ আনুমানিক প্রায় ৩০ লাখ টাকা ও নগদ ৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যায়। এরপর পাটকেলঘাটা আওয়ামী লীগ নেতা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ইউনিয়ন পরিষদে ও স্কুলে বসতে বাঁধার সম্মুখীন হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আ.লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার বিএনপি নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে ১০ লাখ টাকায় আপস হয়। নগদ ৮ লাখ টাকা ও ২ লাখ টাকার চেক প্রদান করে বিএনপি নেতা রাজুর নিকট। চুক্তি অনুযায়ী ২৮ আগস্ট বুধবার স্কুল ও ইউনিয়ন পরিষদে বসাতে মকবুল টেইলার্সের মালিক মকবুল এবং আব্দুল হাই মাস্টারকে স্কুলে নিয়ে যায়।

এ ঘটনাটি জানতে পেরে আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাজু ও মন্টু। এর প্রেক্ষিতে সন্ত্রাসী বাহিনীর কাশিপুর গ্রামের অছেল দালালের ছেলে বিল্লাল ড্রাইভার, যোগীপুকুরিয়া গ্রামের আব্দুল মজিদ, ইসমাইল, মকবুল হোসেন, ইয়ারুল, কবির ড্রাইভার, নুর ইসলাম, শাকদাহ গ্রামের হায়দার, তৈলকুপী গ্রামের সেলিম ড্রাইভার, কাশিপুর গ্রামের মুক্ত, দায়পাড়ার মনি প্রমুখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জন মিলে সাংবাদিক হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় নগদ ৫ লাখ টাকাসহ ইলেকট্রনিক্স সামগ্রী লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাংবাদিক হাসানুর রহমান হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আ.লীগ সরকারের পতন হয়। এরপর পাটকেলঘাটা আ.লীগ নেতা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেল ঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই কর্মস্থল ছাড়তে বাধ্য হন। পরে ইউনিয়ন পরিষদে ও স্কুলে বসতে বাধার সম্মুখীন হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আ.লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার বিএনপি নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে ১০ লাখ টাকায় আপস হয়। নগদ আট লাখ টাকা ও ২ লাখ টাকার চেক প্রদান করে বিএনপি নেতা রাজুর নিকট। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করায় সন্ত্রাসী বাহিনীরা আমার প্রতিষ্ঠানের শো রুমের ব্যাপক হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। এসময় নগদ ৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গত রাতে মিনিস্টার শোরুমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শোরুমের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিক হাসানুর রহমান হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকেরা। এ ঘটনায় সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে সাতক্ষীরা সাংবাদিক সমাজ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শহীদ আসিফের কবর জিয়ারতে নবাগত ডিসি, এসপি

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত, জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে কলারোয়া পৌরসভাসহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রমবিস্তারিত পড়ুন

ভাদ্রের বৃষ্টিতে নাকাল সাতক্ষীরাবাসি, ডুবছে নতুন নতুন এলাকা

সাতক্ষীরা প্রতিনিধি: ভাদ্রের বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে সাতক্ষীরাবাসি। অঝর বৃষ্টিতে জলাবদ্ধ সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নবাগত ডিসির সাথে আহছানিয়া মিশন কর্মকর্তাদের সাক্ষাৎ
  • সাতক্ষীরায় যক্ষ্মা নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন
  • সাতক্ষীরায় ৫ শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগে চাকুরির অভিযোগ
  • কালিগঞ্জে লুট হওয়া মোটরসাইকেল স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়ি থেকে উদ্ধার!
  • যক্ষ্মারোগের নিয়ন্ত্রণে সাতক্ষীরায় শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন
  • ভুয়া প্রযুক্তি বন্ধ করুন: প্রকৃত নবায়নযোগ্য শক্তির সঠিক প্রতিশ্রুতি দাবি
  • যুবকের হাতুড়ির আঘাতে সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতী নিহত, ঘাতক আটক
  • কলারোয়ায় টানা দুই দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত
  • সাতক্ষীরায় ফার্ণিচার ও রং শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
  • সু- শাসনের জন্য নাগরিক( সুজন) কলারোয়া উপজেলা কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় হাতুড়ি পেটায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী নিহত
  • সাতক্ষীরা সীমান্তে ১ কোটি ৬১ লাখ টাকার সোনার বারসহ এক ব্যক্তি আটক