রবিবার, অক্টোবর ৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা শ্রমিক লীগের প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, সাতক্ষীরা: বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বারবার সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানায়, কারণ সাতক্ষীরার মানুষ বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং প্রত্যাখান করেছে হরতাল-অবরোধ।

সাতক্ষীরায় সব কিছু স্বাভাবিক রয়েছে। জামায়াত-বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অশান্ত করতে চায়। তাদের অবৈধ হরতাল অবরোধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল
ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে চাইছে। কোন ষড়যন্ত্র দেশের মানুষ মানবেনা।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে দেশে নির্বাচন হবে এবং জনগণের ভোটে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। জামাত-বিএনপি চক্র যেটা আশা করেছিল বিদেশীদের
কাছ থেকে সেটা হচ্ছেনা। মহান মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধকালীন সময়ে আমার অনেক বন্ধু মারা গেছে, আবার অনেকে পরে মারা গেছে। আমার অনেক মুক্তিযোদ্ধা
বন্ধুরা তা দেখে যেতে পারিনি।

আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সৌভাগ্যবান দেশে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন তা দেখার
স্যেভাগ্য হয়েছে। এসময় তিনি আরো বলেন, আগামী ১৪ নভেম্বর খুলনায় জননেত্রী শেখ হাসিনার বিভাগীয় মহাসমাবেশকে জনসমূদ্রে পরিনত করতে সর্বস্তরের
নেতাকর্মীদের স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণের আহবান জানান তিনি।”

প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বলেন রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, শরিফুল ইসলাম ও সবুজ খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন
ঢালী, সদর উপজেলা শ্রমিক লীগের জাহিদ খান, যুগ্ম আহবায়ক মো. কবিরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী।

মো. রমজান আলী, ভোমরা স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি ও জেলা সদস্য মো. আজিবুর রহমান আলিম, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর
রহমান প্রমুখ।

এসময় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়
শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্য সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • শহীদ জিয়ার সমাধিতে সদ্য কারামুক্ত সাবেক এমপি হাবিবের শ্রদ্ধা নিবেদন
  • আল্লাহর দেওয়া বিধানের মধ্যেই মানুষের কল্যান নিহিতঃ ইজ্জত উল্লাহ
  • সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় পানি ফলের বাম্পার ফলন
  • পাওনা টাকার জন্য আদালতে মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে এক শিক্ষক
  • সাতক্ষীরার ধুলিহরে পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকা পরিদর্শন ও স্বেচ্ছা শ্রম প্রদান
  • তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • তালা প্রেসক্লাবের মাসিক মিটিং অনুষ্ঠিত
  • শেখ হাসিনা মাফিয়া রাষ্ট্রব্যবস্থা কায়েম করে হাবিবকে ৭০ বছরের সাজা দিয়েছিল- রিজভী
  • সাতক্ষীরায় ডিবি গার্লস হাইস্কুলে বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • বিশেষ ছাড়ে সব সুবিধা ঋণ জালিয়াতদেরই