সোমবার, মে ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা ডি.বি, রসুলপুর হাইস্কুল, আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় বই উৎসব

সাতক্ষীরা ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বই উৎসব

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ববিবার (০১ জানুয়ারি) সকালে ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের মোহাম্মদ হোসেন মিলনায়তনে প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়াম্যান মো. আলাউদ্দীন, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বহী কমিটির বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ব্রহ্মরাজপুর কাঁচাবাজার সমিতির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও বিদ্যলয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি এসময় বলেন, ২০১০ সালে আওয়ামীলীগ সরকারই প্রথম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে উপহার হিসাবে বই তুলে দেয়। এবং সেখান থেকে আজও পর্যন্ত বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারীর ১ তারিখে শত প্রতিবন্ধকতা পেরিয়ে সারা বাংলাাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। বিগত দিনে কোন সরকারের পক্ষে এটি সম্ভব হয়নি। তিনি এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে সকলে নৌকায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ করে দেওয়ার আহŸান জানান।

রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়

“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম।
বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য লিয়াকত আলী খান। এসময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সিনিয়র শিক্ষক মাওলানা মো. মিজানুর রহমান, রুপ কুমার মন্ডল, শেখ তানজেরুল হক ও জাহানারা খাতুনসহ বিদ্যালয় মানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে বছরের প্রথম দিনে ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ তানজেরুল হক।

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকালে মাদ্রাসা চত্বরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রীর মৃ*ত্যু, আহ*ত ৬

সাতক্ষীরায় যত্রিবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক শিশু যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যুব নেতত্বে সামাজিক সংহতি বৃদ্ধির এডভোকেসি সভা

নিজস্ব প্রতিনিধি : যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

  • ঢাকাস্থ সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ একতা সংঘ উদ্বোধন
  • ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা এড. আব্দুল হামিদের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা
  • শিক্ষক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ও অনিয়মের অভিযোগ: খেশরায় মাদ্রাসায় উত্তেজনা
  • ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা এড. আব্দুল হামিদের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় প্রকল্প অবহিতকরণ সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ৭লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত
  • সাতক্ষীরা দলিল লেখক সমিতির সহ-সভাপতি মিজানকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা
  • সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম শুরু