জনপ্রশাসন সচিবের কাছে কর্মকর্তা-কর্মচারীদের ৯ দাবি
সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম পরিবর্তন, পেশাগত ও বেতন বৈষম্য দূরীকরণ এবং বেতন কমিশন গঠনসহ ৯টি দাবি জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর কাছে এ দাবি জানানো হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে নিজেদের বিকশিত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন করা হলেও আজও কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। উচ্চতর পদ সৃষ্টি, পদ সংরক্ষণ, পদোন্নতির ক্ষেত্রে অহেতুক জটিলতা সৃষ্টি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সংকুচিতকরণ, ৫০ শতাংশ পেনশন প্রদান, বাস্তবতার আলোকে পদনাম পরিবর্তন ইত্যাদি বিষয়ে কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সেখানে আরও বলা হয়, শুধু তা-ই নয়, ‘জাতীয় পে-কমিশন, ২০১৫’ ঘোষিত হওয়ার পর আজ পর্যন্ত বেতন কমিশন গঠন করা হয়নি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ সব দ্রব্যের মূল্য ক্রমাগতভাবে আকাশচুম্বী ও কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নিম্ন বেতনের কর্মচারীরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছে।
এছাড়া, বিগত ১৫-১৬ বছর ধরে কর্মচারীদের পেশাগত দাবি-দাওয়া বাস্তবায়ন না হওয়ায় তারা প্রশাসনিক, পারিবারিক ও সামাজিক বৈষম্যের সম্মুখীন হয়েছে উল্লেখ করে অবিলম্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ৯ দফা দাবি জ্যেষ্ঠ সচিবের কাছে দাখিল করা হয়।
দাবিগুলো হলো-
• সচিবালয়ে কর্মরত নন-ক্যাডারের ৩৭০টি পদসহ প্রতিটি পদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ।
• প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের পদবি উপ-সহকারী সচিব নামকরণ।
• গ্রেড ১১ থেকে ১৬ এর কর্মচারীদের চারটি পদকে অতিরিক্ত উপ সহকারী সচিব করা।
• ১৭ থেকে ২০ গ্রেডের চারটি পদকে সচিবালয় সহকারী হিসেবে নামকরণ।
• নবম জাতীয় পে-কমিশন গঠন।
• আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে ২০ শতাংশ টিপটপ ভাতা প্রদান।
• শতভাগ পেনশন অবিলম্বে পুনর্বহাল।
• পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা অবিলম্বে নির্ধারণ।
• সচিবালয়ে সব শ্রেণির ব্লকড পদ বিলুপ্ত করে সমপদনাম/মর্যাদা ও বেতন গ্রেডের পদে অন্তর্ভুক্তি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)