শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নগরভবনে ইশরাকের সভা, নামের পাশে ‘মাননীয় মেয়র’

নগর ভবনে প্রথমবারের মত একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ লেখা রয়েছে।

সোমবার (১৬ জুন ) নগর ভবনের কনফারেন্স রুমে এ সভা করেন তিনি।

সভা সূত্রে জানা গেছে, নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতকল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। সভায় ইশরাক হোসনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, এই আন্দোলন চললেও নাগরিক সেবা চলমান ছিল। জনগণের দুর্ভোগ যেন চরম আকারে না হয়, সে চেষ্টা আছে।

মশক নিধন কার্যক্রম চালু রাখার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ইশরাক হোসেন বলেন, মঙ্গলবার (১৭ জুন) ৭০টিরও বেশি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে দেখা করা হবে।

প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড মনিটরিং কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ড সচিববের মাধ্যমে জন্ম, মৃত্যু ও ওয়ারিশ সার্টিফিকেট কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন কাজ করার আহ্বান জানানো হয়েছে ওয়ার্ড কাউন্সিলরদের। এছাড়া আগামী পরশুদিন ডেঙ্গু নিয়ন্ত্রণসহ সব স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনায় বসবো।

গেজেট প্রকাশের পর থেকে দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক অবৈধ মন্তব্য করে ইশরাক বলেন, আইনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচিত হয়েছি। কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে আমাকে নগর ভবনে বসতে দেওয়া হবে না। প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আসিফ মাহমুদের পিএস শত কোটি টাকা দুর্নীতি করেছে।

এর আগে রোববার ইশরাক ঘোষণা দেন, জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। এছাড়া প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।

এদিকে আজ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তার সমর্থকরা। পরে বেলা ১১টার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন।

ঘোষণা অনুযায়ী, জরুরি সেবার চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এসব নিয়ে দুপুরে সভার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ইশরাকের।
তথ্যসূত্র: ইত্তেফাক

একই রকম সংবাদ সমূহ

ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিকবিস্তারিত পড়ুন

দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে’

বাংলাদেশ-চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদবিস্তারিত পড়ুন

  • ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ
  • ইসলামী দলগুলোর কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
  • নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
  • ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
  • নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান
  • সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ
  • পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার: অ্যাটর্নি জেনারেল
  • উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা
  • মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
  • ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত