শুক্রবার, মে ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের অর্থনীতি সবচেয়ে ভঙ্গুর অবস্থায়, দাবি ফখরুলের

দেশের অর্থনীতি বর্তমানে সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আজকে সমৃদ্ধির যে কথা বলা হচ্ছে- এটা শুধু মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই নয়। বাংলাদেশের অর্থনীতি আজ সবচেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে এবং সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের স্বাধীনতা আজকে বিপন্ন, বাংলাদেশের মানুষের অধিকার নেই বললেই চলে, তাদের অধিকারকে ছিনিয়ে নেয়া হয়েছে। আজকে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাদের (ক্ষমতাসীন) লক্ষ্য শহীদ জিয়া। তারা ভেবেছিল যে, জিয়াউর রহমানকে হত্যা করার পরে এই জাতীয়তাবাদের যে আদর্শ, বাংলাদেশের স্বাধীন-সার্বভৌমত্বের যে পরিচিতি সেই পরিচিতি ধ্বংস করে দিয়ে তারা তাদের মতো করে আবার সেই ১৯৭২-৭৫ এর শাসন ব্যবস্থা ফিরিয়ে আনবে এবং তারা চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলব, বিএনপির এখন মূল দায়িত্ব হলো ৭ নভেম্বরের যে চেতনা, স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুসংহত করার যে চেতনা, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে চেতনা, সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তার নেতৃত্ব অবশ্যই বিএনপিকে দিতে হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশনেত্রীকে মুক্তি ও গণতন্ত্র ফিরে পাওয়ার লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি সুসংগঠিত হচ্ছে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবো এবং দলমত নির্বিশেষে সবাইকে এক করে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই অপশক্তিকে পরাজিত করে একটা নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করে আবার জনগণের শাসনকে প্রতিষ্ঠা করতে সক্ষম হবো, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে ৭ নভেম্বরের যে ডাক যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন মানুষ বাঁচাও দেশ বাঁচাও। মানুষকে বাঁচাতে হলে দেশকে বাঁচাতে হলে অবশ্যই আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, অবশ্যই গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আসুন ৭ নভেম্বরের চেতনাকে সামনে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনে এগিয়ে যাই।’

এ সময় তিনি ৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত দলীয় কর্মসূচিতে পুলিশি-বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা করে বলেন, ‘তারা ৭ নভেম্বরকে ভয় পায়, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়। যখনই বিএনপি সংগঠিত হয়, জনগণের পাশে এসে দাঁড়ায় তখন সেটাকে নস্যাৎ করতে তারা বিভিন্নভাবে নিপীড়ন-নির্যাতন করে ভয় সৃষ্টি করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চায়। দেশের জনগণ কখনোই পরাধীনতাকে মেনে নেয়নি, কখনো মেনে নেবে না।’

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিকেলে এ ভার্চুয়াল আলোচনার শুরুতে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের প্রকাশনায় ‘ঐতিহাসিক ৭ নভেম্বর : সিপাহি-জনতার বিপ্লব ও বাংলাদেশের নবজন্ম’ ই-বুকের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুলের সভাপতিত্বে ও দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহিম প্রমুখ বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা

১৯৭৫-এর ১৫ আগস্টের পর দেশ গভীর সংকটে নিমজ্জিত। দেশের এই অরাজকতা দূরবিস্তারিত পড়ুন

আশাশুনি নির্বাচনে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থী সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি কর্তৃক সংগঠন পরিপন্থীবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় আরো ৪৫ নেতাকে বিএনপির শোকজ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থী হওয়া ৪৫বিস্তারিত পড়ুন

  • ‌বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী আমেরিকা: সালমান এফ রহমান
  • ভারতীয় পণ্য পরীক্ষা না করে দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার দাবি বিএনপি নেতার
  • বিএনপি-জামায়াত ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতি করে: হাছান মাহমুদ
  • মার্কিন স্যাংশন, ভিসানীতি পাত্তা দেই না: ওবায়দুল কাদের
  • নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সাবেক বাপেক্স এমডি
  • ‘ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস নাই’ : ছাত্রলীগ নেতার বক্তব্য ভাইরাল
  • বিএনপিকে যারা চাঙ্গা করবে তারাই মধ্যপ্রাচ্যে সংকুচিত: ওবায়দুল কাদের
  • ডোনাল্ড লুর সফরে যে দুই বিষয়ে আলোচনা হবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
  • অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে: মির্জা ফখরুল
  • নড়াইলের সন্তান রাজনীতিক হায়দার আকবর খান রনো আর নেই
  • ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল
  • কোনো দেশেই মানবাধিকার আদর্শ অবস্থানে নেই: পররাষ্ট্রমন্ত্রী