শনিবার, মে ১১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ আগস্ট

সাতক্ষীরায় করোনা উপসর্গে এ মাসের দ্বিতীয় সর্বোচ্চ ৭ জনের মৃত্যু

সাতক্ষীরায় ৭দিন পর ফের বেড়েছে করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ সাত জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় আজ ১৩ আগস্ট সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৮৯ জন।

গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের মৃত বশির গাজীর স্ত্রী মোমেনা খাতুন (৬০), একই উপজেলার পাতড়াখালী গ্রামের মৃত আমজাদ গাজীর ছেলে নুর ইসলাম গাজী (৭০) ও কলবাড়ি গ্রামের লক্ষন চন্দ্র মন্ডলের ছেলে প্রভাষ চন্দ্র মন্ডল (৭০), কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের পানু মোল্যার ছেলে জবেদ আলী ম্যোল্য (৬৫), একই উপজেলার পরমান্দকাটি গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে মুজিবর সরদার (৭০), একই গ্রামের মৃত রাসেক আলী সরদারের ছেলে আমজাদ সরদার (৬৩) এবং একই উপজেলার লক্ষীনাথপুর গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে আলমগীর হোসেন (৩২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই থেকে ১০ আগষ্টের মধ্যে বিভিন্ন সময় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টার বিভিন্ন সময়ে তারা মারা যান।

এদিকে এমাসের গত ১২ দিনের মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। এর পূর্বে গত ৫ আগস্ট জেলায় ৮ জনের মৃত্যু হয়। এছাড়া ২ ও ৭ আগস্ট ৫ জন করে, ৩ আগস্ট ৪ জন, ১, ৪, ৯. ১০ ও ১২ আগস্ট ৩ জন করে, ৬ আগস্ট ২ জন এবং ৮ ও ১১ আগস্ট ১ জন করে রোগীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে গত ৯ আগস্ট ৩ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া এ মাসে আর সকল মৃত্যু করোনা উপসর্গে হয়েছে।

সামেক হাসপাতাল সূত্র জানায়, ১৩ আগষ্ট সকাল পর্যন্ত মোট ১৪৭ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ১০ জন করোনা পজেটিভ ও বাকি ১৩৭ জন সাসপেক্টেড। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩০ জন। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।

এদিকে সাতক্ষীরায় ফের বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ২৩৩ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ১৫ দশমিমক ৭৪ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা উপসর্গে মারা গেছে ৭ জন। এ সময় ২৩৩ টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯২ টি নমুনা পরীক্ষা করে ২০ জনের এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যপিড এন্টিজেন্ট কীটে ১৪১ টি নমুনা পরীক্ষা করে আরো ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৭৪ শতাংশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার ১২ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ২৮১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ১৬০ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ৩৫ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১৭ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৫ জন ও বেসরকারি হাসপাতালে ২ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৮ জন।

বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩ জন। সরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৪৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ১৮০ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৫২ জন। জেলায় ১২ আগষ্ট পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮৬ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৫৮৯ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ‌্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক কর্মশালা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় বয়ষ্ক মানুষদের স্বাস্থ‌্য সুরক্ষায় “জেরিয়াট্রিক হেলথ অ্যান্ডবিস্তারিত পড়ুন

নগরঘাটায় ঘের নিয়ে দ্বন্দ্বে হামলায় রক্তাক্ত জখম; আটক দুই, পলাতক তিন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়নে ঘের নিয়ে দ্বন্দ্বের জেরে মৎস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার মধুবাগে অসহায় পরিবারের মাঝে ভ্যান গাড়ি প্রদান

সাতক্ষীরা পৌর সভার ৯নং আলীপুর ওয়ার্ডের মধুবাগ আবাসিক এলাকায় অসহায় পরিবারের মাঝেবিস্তারিত পড়ুন

  • ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা জেলা পর্যায়ে মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোঃ আলামিন
  • সাতক্ষীরায় আম সংগ্রহের উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা কৃষি কর্মকর্তা
  • ভারতে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীদের সমন্বয়ে রবীন্দ্র জন্মোৎসবের উদ্বোধন করলেন এমপি রবি
  • প্রথম ধাপে সাতক্ষীরার দুই উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
  • আগরদাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৩
  • সাতক্ষীরা মধুমল্লার ডাঙ্গী জামে মসজিদ কেন্দ্রে অভিভাবক সমাবেশ
  • রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন
  • বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
  • ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কলারোয়ার ঐতিহাসিক মঠবাড়ি মন্দির