সোমবার, মে ৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএসএফের অস্ত্র ভারতে ছিনতাই! সাতক্ষীরায় অস্ত্রসহ যুবক আটক

সাতক্ষীরায় রাইফেলসহ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। উদ্ধার অস্ত্রটি ভারতে বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্র কিনা সেটা যাচাই চলছে। তবে স্থানীয় সূত্র বলছে অস্ত্রটি ভারতীয় বিএসএফ’র।

রানা সদর উপজেলার নারানজোল গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলীপুর ঢালীপাড়ায় স্থানীয় জনগণের হাতে আটক হয় ওই যুবক। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ছাড়াও ভারতীয় রাইফেল (নাম্বার ২৪৩) উদ্ধার করা হয়।

এদিকে ওই যুবকের দাবি, অস্ত্রের বিষয়ে সে কিছুই জানে না। শুধুমাত্র এক হাজার টাকার বিনিময়ে এটি পাটকেলঘাটায় আজাহারুলের বাড়ি পৌঁছে দেয়ার কথা ছিল তার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা জানান, ইমরান ও জুলফিকার নামের দুই ব্যক্তি তার কাছে অস্ত্রটি দিয়ে সাতক্ষীরায় পৌঁছে দেয়ার বিনিময়ে এক হাজার টাকা দেন। তবে অস্ত্রটি ভারতের ঘোজাডাঙ্গা ক্যাম্পের নারী বিএসএফের কাছ থেকে ছিনতাই হওয়া কিনা সে জানে না।

এদিকে, স্থানীয়রা বিজিবিকে খবর দিলে অস্ত্রসহ তাকে নিয়ে যায় তারা।

অস্ত্রটি বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্র কিনা তা যাচাই করছে বলে জানিয়েছেন বিজিবির ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক (সিও) লে.কর্নেল আল মাহমুদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ঢালীপাড়ার সামছুর রহমানের রাইস মিলের পাশ থেকে তাকে আটক করা হয় নাম রানা কে।

আলীপুর ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকি জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রানা নামের এক ব্যক্তি খানপুর মোড় দিয়ে ঢালীপাড়ায় ঢোকার সময় সামছুরের রাইস মিলের সামনে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তার কোমরে জড়ানো গামছার মধ্যে একটি অস্ত্র দেখতে পেয়ে তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে ধরার পর গামছায় মোড়ানো একটি বিদেশী এসএলআর সদৃশ্য জিনিস দেখা যায়। পরে তাকে মারধর দিয়ে ঢালীপাড়া মোড়ে আটকে রাখা হয়। পুলিশ যাওয়ার আগেই বাঁকাল চেকপোস্টের বিজিবি সদস্যরা অস্ত্রসহ ওই ব্যক্তিকে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে যায়।

তবে স্থানীয় একটি সূত্র জানায়, সম্প্রতি ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের একটি অস্ত্র খোয়া যাওয়া নিয়ে কয়েকদিন আগে তোলপাড় হয়। এটি সেই অস্ত্র কিনা সেটা বিজিবি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর জানান, অস্ত্রসহ এক ব্যক্তিকে জনতা আটক করে রেখেছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ যেয়ে জানতে পারে ওই ব্যক্তিকে বিজিবি নিয়ে গেছে। অস্ত্রসহ আটককৃত যুবক সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য: ১০ মে অস্ত্রটি ছিনতাই হওয়ার পর সাতক্ষীরা বিজিবির অধিনায়ক জানিয়েছিলেন, বিএসএফের একটি অস্ত্র হারিয়ে গেছে বলে দাবি করেছে তারা। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। আমাদের সীমান্ত এলাকায় অস্ত্রটি তল্লাশি করছি।

একই রকম সংবাদ সমূহ

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গাজায় নির্বিচারে সাধারণ মানুষ ও শিশু হত্যার প্রতিবাদেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন

চাকুরী বৈষম্য দূরীকরণ ও নানা অনিয়মের অবসান চেয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য খুন

সাতক্ষীরার বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে গুরুতর আহত বরখাস্ত র‌্যাব সদস্য আজিবর রহমানবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আ.লীগ নেতার নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!
  • জমে উঠেছে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন
  • সাতক্ষীরায় জেলা বিএনপির সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের নিন্দা জ্ঞাপন
  • দেবহাটায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
  • দেবহাটায় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরদারের রাষ্ট্রীয় মর্যদায় দাফন
  • সাতক্ষীরার ধুলিহার তেলের পাম্প এলাকায় মোটরযানের উপর মোবাইল কোর্ট
  • সাতক্ষীরায় মাদকাসক্ত কাস্টম কর্মচারী কর্তৃক স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী জাতীয় সঞ্চয় অভিযান উপলক্ষে আলোচনা সভা
  • সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাত করণ বিষয়ক মতবিনিময় সভা
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
  • শেষবারের মত জরিমানা ব্যাতীত খেলাপি মোটরযান হালনাগাদ করার সময় বৃদ্ধি