শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘আগামিতে আর আমি-তুমি-ডামি ভোট হবে না’ : কেন্দ্রীয় ছাত্রদল সেক্রেটারি নাসির

সানবীম করিম সিয়াম, রাসেল হোসেন ও সাইফুল ইসলাম: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, ‘আগামিতে আর আমি, তুমি, ডামি ভোট হবে না। দিনের ভোট রাতে হবে না, জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারা যাবে না। এবার নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দেয়া যাবে।’

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত বিএনপির লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।

কলারোয়া পৌর বাজার, কাজিরহাট বাজার ও বামনখালী বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানদার, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেন ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘সাতক্ষীরার মানুষ অত্যাধিক নির্যাতিত ছিলো। ছাত্র-জনতার মহাবিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট পালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে দেশ আরো অগ্রগামি হবে ইনশাল্লাহ।’

এক প্রশ্নের জবাবে ছাত্রদলের এই শীর্ষ নেতা আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা ব্যবসা বানিজ্যের সিন্ডিকেট করে রেখেছিলো। যার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তি। সিন্ডিকেট ভাঙতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।’

আরেক প্রশ্নের জবাবে ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘ছাত্রসমাজের সাথে কথা বলে অচিরেই সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি ঘোষনা করা যাবে বলে আশা করি।’

লিফলেট বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান পলাশ ও মারুফ উল ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক শুভ রাসেল, সদস্য সচিব জিএম সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের কাইফুর রহমান সৈকতসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এদিকে, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির কলারোয়ায় আসায় তাকে শুভেচ্ছা জানান কলারোয়া উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছউদ্দীন, পৌর সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্মম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, পৌর আহবায়ক আব্দুস সালাম দিলুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপরদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপজেলার কাজিরহাট বাজারে অনুরূপভাবে লিফলেট ও ধানের শীষ প্রতীকের সিম্বল বিতরণ করেন।
সেসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ.সাধারণ সম্পাদক অধ্যা, রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক শাহাদাৎ হোসেন, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মৎস্য সম্পাদক সাবেক মেম্বার নজরুল ইসলাম, সহ.সম্পাদক রাশেদ জামিল মিলন, জেলা যুবদলের সাবেক সহ.সভাপতি সরদার মুনছুর আলী, বিএনপি নেতা নেফেজ উদ্দীন, সরদার জিয়া, বাবু, হাফিজুর জুয়েল, শাহ আলম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এবার চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করলো জামায়াত

মুরাদ হাসান : কলারোয়ায় এবার জনসাধারণের চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের উদ্যোগ নিলোবিস্তারিত পড়ুন

এইচএসসিতে কলারোয়ায় সাংবাদিক কন্যা লামিয়ার জিপিএ-৫ পেয়ে সাফল্য

মোস্তফা হোসেন বাবলু: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ.সভাপতি, দৈনিক নয়াদিগন্তের উপজেলা সংবাদদাতাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সদ্য মালয়েশিয়া ফেরত যুবকের লা*শ উদ্ধার
  • ভারতের যাওয়ার সময় কলারোয়া সীমান্তে বাংলাদেশি যুবক আটক
  • কলারোয়ায় সরকারি ড্রেন ও রাস্তার উপর ভবন নির্মাণের অভিযোগ, দেখার কেউ নেই!
  • কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪’র উদ্বোধন
  • কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • সাতক্ষীরায় প্রান্তিক খামারির কপাল খুললো গাভীর জোড়া বাছুরে
  • কলারোয়ার মণ্ডপ গুলোতে বিষাদের সুর, প্রস্তুতি বিসর্জনের
  • কলারোয়ায় হাজী সম্মেলন ও হজ পুনর্মিলনী
  • কলারোয়ার জয়নগরে মন্দির পরিদর্শনে ফায়ার সার্ভিস কর্মকর্তারা
  • ‘আপনাদের পাশে ছিলাম, থাকবো’ : কলারোয়ায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার সময় স্বামী-স্ত্রী আটক