কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬


জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত। এসময় আরও ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অর্তকিত এ হামলা চালায়।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে গুলির শব্দ শোনা গেছে। এই এলাকায় শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো যায়। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পিটিআই-এর প্রতিবেদন বলছে, গুলি করা হয়েছিল কাছ থেকে, ফলে আতঙ্ক সৃষ্টি হয় এবং একাধিক ব্যক্তি আহত হন। ঘটনাস্থলের হৃদয়বিদারক দৃশ্যগুলোতে দেখা যায় স্থানীয়রা আহতদের সাহায্য করতে ছুটে আসে এবং মহিলারা যন্ত্রণায় কাতরাচ্ছে।
নিহতদের মধ্যে একজন ছিলেন কর্নাটকের শিভামোগ্গা জেলার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। খবর পাওয়া যায়, তার স্ত্রী ও ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয় তাকে।
এই হামলাটি এমন সময়ে ঘটেছে যখন কাশ্মীর উপত্যকায় পর্যটন মৌসুম তুঙ্গে। সারা ভারতে চলছে ‘আমারনাথ যাত্রা’র রেজিস্ট্রেশন চলছে। ৩৮ দিনব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। ‘আমারনাথ যাত্রা’র একটি রুট হল ৪৮ কিমি দীর্ঘ পেহেলগাম রুট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের লড়াই করার সংকল্প অটুট এবং শক্তিশালী হবে।
টেলিফোনে এক কথোপকথনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলার স্থান পরিদর্শন করতে এবং যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন। তিনি শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সমস্ত সংস্থার সঙ্গে জরুরি নিরাপত্তা পর্যালোচনা বৈঠক করবেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
হামলার কিছুক্ষণের মধ্যে অমিত শাহ দিল্লিতে নিজের বাসভবনে এক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহান।
ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যদিও একজন সিনিয়র পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, সেখানে পর্যটকাদের ওপর হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।
এ ঘটনার পরপরই সৌদিতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মোদী তাকে ঘটনাস্থল পরিদর্শন করে সব ধরনের ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে মোদী এই হামলার নিন্দাও জানিয়েছেন।
জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ও সেখানের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও পেহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
কোনো গোষ্ঠী এই হামলার দায় এখনো স্বীকার করেনি, তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে বিদ্রোহীরা ১৯৮৯ সাল থেকে সক্রিয়। তারা স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৩৫ লাখ পর্যটক কাশ্মীর ভ্রমণ করেছেন, যাদের অধিকাংশই অভ্যন্তরীণ।
২০২৩ সালে ভারত কঠোর নিরাপত্তার মধ্যে শ্রীনগরে একটি জি২০ পর্যটনসভার আয়োজন করে। এর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয় সেখানে শান্তি ফিরছে। কারণ ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সহিংসতা ও দমনপীড়ন বেড়ে যায়।
ভারতের আনুমানিক পাঁচ লাখ সেনা স্থায়ীভাবে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। সেখানে অস্থিরতার জন্য ভারত নিয়মিত পাকিস্তানকে দোষারোপ করে।
যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা কেবল কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করে।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
