রবিবার, জুলাই ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাশ্মীরে হামলার ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি পাকিস্তানের

ভারতশাসিত কাশ্মীরে পর্যটক হত্যা নিয়ে নয়াদিল্লির অভিযোগের পর একটি ‘নিরপেক্ষ’ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, তারা তদন্তে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

ভারত দাবি করেছে, হামলায় সন্দেহভাজন তিন ব্যক্তির মধ্যে দুজন পাকিস্তানের নাগরিক। তবে ইসলামাবাদ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। গত মঙ্গলবারের (২২ এপ্রিল) হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন।

শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বলেন, সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পাকিস্তান যে কোনো নিরপেক্ষ তদন্তকারীর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবে না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি আবারও এই চিরাচরিত দোষারোপের খেলা দেখালো, যার অবসান হওয়া প্রয়োজন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছেন, হামলাকারীদের ‘পৃথিবীর শেষপ্রান্ত পর্যন্ত’ অনুসরণ করা হবে এবং যারা হামলা চালিয়েছে ও পরিকল্পনা করেছে, তাদের ‘কল্পনার অতীত’ শাস্তি দেওয়া হবে।

এই ঘটনায় ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও নাগরিকদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক প্রতিশোধের দাবি জোরালো হচ্ছে।

হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। পাকিস্তান ভারতীয় প্লেনগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে।

এছাড়া, উভয় পক্ষের মধ্যে অন্তত দুদিন নিয়ন্ত্রণরেখায় গুলিবিনিময় হয়েছে। চার বছরের শান্তির পর সেখানে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্যরাত থেকে পাকিস্তানি সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে ‘অকারণে’ ছোট অস্ত্রের গুলি চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানি সেনাবাহিনী এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

এদিকে, কাশ্মীরে অভিযুক্তদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। কমপক্ষে পাঁচ সন্দেহভাজন বিদ্রোহীর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে তারা। ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ বড় পরিসরের সামরিক ও নিরাপত্তা অভিযানগুলোর সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী অঞ্চলেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসাবিস্তারিত পড়ুন

প্রতিবেশীদের দিকে ‘নিবিড় নজর’ রাখি, ‘ত্রিপক্ষীয় বৈঠক’ নিয়ে জয়সওয়াল

কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঢাকার ‘ত্রিপক্ষীয় বৈঠকের’ প্রশ্নে নয়াদিল্লিবিস্তারিত পড়ুন

  • গুমের সঙ্গে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা: গুম কমিশনের প্রতিবেদন
  • ভারতের অভ্যন্তরে গাছে ঝুলে থাকা বাংলাদেশির ম*রদে*হ হস্তান্তর
  • ভারতের মুসলিম নাগরিকদের ‘অস্ত্রের মুখে অবৈধভাবে বাংলাদেশে পাঠাচ্ছে নয়াদিল্লি’
  • এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহ*ত
  • ভারতে প্লেন দুর্ঘটনা: ‘ট্রাফিক জ্যাম আমার জীবন বাঁচিয়েছে’
  • ভারতে ছাত্রাবাসের ওপর প্লেন বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৯০
  • ভারতে বিমান দুর্ঘটনা : অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানটির এক যাত্রী
  • বিধ্বস্ত উড়োজাহাজের পাইলটের করা ‘মে ডে কল’ আসলে কী
  • ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই: রিপোর্ট
  • ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় মোদিকে ড. ইউনূসের শোকবার্তা
  • ক্যান্টিনে খাওয়ার সময় হোস্টেলে আছড়ে পড়ে বিমান, ৫ মেডিকেল শিক্ষার্থী নিহত
  • ২৫ বছরে ভারতে যত প্রাণঘাতী বিমান দুর্ঘটনা