মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছে। বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সহযোগিতা করা।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।

এদিন সকাল থেকে দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা জানাতে আসেন জিয়ার সমাধিস্থলে।

মির্জা ফখরুল বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে আসেন জিয়াউর রহমান, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির রাজনীতির মূল আদর্শ ও লক্ষ্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, যা বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে রাজনীতিতে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পাশাপাশি মুক্তবাজার অর্থনীতির প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়।

তিনি বলেন, পোশাক শিল্পের সূচনা করেছিলেন জিয়াউর রহমান, বিদেশে শ্রম-রপ্তানির কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন, কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন।

সংস্কার কমিশনগুলোকে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সমর্থনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক পরিবর্তন ঘটাবে। নিঃসন্দেহে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

মেট্রোরেলে যুক্ত হচ্ছে ১০ ট্রেন, চলবে রাত ১০টার পরেও

সকাল থেকে রাত নাগাদ রাজধানীর এক প্রান্ত থেকে শহরের কেন্দ্রস্থল পর্যন্ত চলছেবিস্তারিত পড়ুন

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ ইসলাম

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয়বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে খাট-ডাইনিং টেবিল দেবেন: রিজভী

জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবিস্তারিত পড়ুন

  • এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা
  • পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব
  • জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি
  • দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আগামী ৫ মাসে অনেক কিছুই ঘটবে, যা আমরা কল্পনাও করতে পারছি না: মান্না
  • হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা
  • ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে বাস্তবায়িত হয়েছে ২৪টি : প্রেস সচিব
  • ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার : শিল্প উপদেষ্টা
  • অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আবদুল্লাহ
  • বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন : সালাহউদ্দিনের প্রশ্ন
  • ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
  • দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা