রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কলেজে প্লাটিনাম জয়ন্তীর ফি কমানোর দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপনে নিবন্ধন ফি কমানোর দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪) রাত ৮টায় পাকাপোল ব্রিজস্থ প্র্রেস উদ্যানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী মোঃ মুনসুর রহমান।

তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন হবে আনন্দের বিষয়। এই কলেজের শুরু থেকে ১৯৪৮ পর্যন্ত আনু. ৪৫০০ জন, ১৯৪৯ থেকে ১৯৫৮ পর্যন্ত আনু. ২০০০০ জন, ১৯৫৯ থেকে ১৯৭৮ পর্যন্ত আনু. ৭০০০০ জন, ১৯৭৯ থেকে ১৯৮৮ পর্যন্ত আনু. ৬০০০০ জন, ১৯৮৯ থেকে ১৯৯৫ পর্যন্ত আনু. ৪৫৫০০ জন, ১৯৯৬ থেকে ২০০৪ পর্যন্ত আনু. ১২৬০০০ জন, ২০০৫ থেকে ২০০৯ পর্যন্ত আনু. ৭৫০০০ জন, ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত আনু. ৯০০০০ জন, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত আনু. ৬৮০০০ জন, ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত আনু. ৭৬০০০ হাজার জনসহ মোট ৬ লক্ষ ৩৫ হাজার শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন সমাপ্ত করেছেন। এরমধ্যে অনেকে অনেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছিলেন। কেউ কেউ প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, মেজর, পুলিশের অতিরিক্ত আইজিপি, বিভিন্ন জেলার ডিসি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রফেসর, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, শিক্ষক, ওসি, সাব-ইন্সেপেটর, বিজিবি সদস্য, পুলিশ কন্সেটেবল হিসেবে দায়িত্ব পালন করেছন এবং করছেন। এছাড়াও অনেকে জাতীয় মানের ক্রিকেটার, ফুটবলার, ফিফা রেফারী, সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, জাতীয় পত্রিকার সম্পাদক, স্থানীয় পত্রিকার সম্পাদক, দেশখ্যাত সাংবাদিক ও সংবাদ পাঠক, স্থানীয় সাংবাদিক হিসেবে দায়িত্বরত। অনেকে ব্যবসায়ী, কৃষক, দিনমজুর, কুলি, রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক, মটর সাইকেল মিস্ত্রী ও চালক, মুদি দোকানদার, সুইপার, ঝাড়–দার, আয়া, ড্রাইভার, নাপিত, অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করে সমাজে টিকে আছে। অনেকে মৃত্যুবরণও করেছেন। বর্তমানে অত্র কলেজে আনু. ২০০০০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। তাদের অনেকে পারটাইম কাজও করেন। অনেকে বাবার পকেটের টাকা নিয়ে চলেন। উপরিউক্ত শ্রেণির সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় প্লাটিনাম জয়ন্তী উদযাপন হলে ভালো হতো। তবে নবগঠিত প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রাক্তন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ ও সদস্য সচিব প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান(মুকুল) এর জন্য সেই আনন্দ মলিনের উপক্রম।
গত শনিবার (৭ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেটধারী প্রাক্তন শিক্ষার্থী হয়েছেন তাদের নিবন্ধন ফি ২’হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫শ’ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীতের পাশাপাশি আগামী বছর ২০২৫ সনে ঈদ-উল-ফিতর এর ৩য় দিনে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন তারিখ নির্ধারণ করেন এবং নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়। এতে করে ওই নির্ধারিত ফি জমা দিয়ে শতকরা ১০ শতাংশ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণের (১৩ কোটি টাকা উঠবে) সক্ষমতা রাখে। বাকি ৯০ শতাংশ শিক্ষার্থীরা রাখে না। নতুন বাংলাদেশে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে কেন? সকল শিক্ষার্থীরা আওয়াজ তুলুন। এমনিতেই বর্তমান বাজারমূল্যে সকলে দিশেহারা। তাই প্লাটিনাম জয়ন্তিতে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করতে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে ১ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে ৫’শ টাকা ফি নির্ধারণ করার প্রস্তাব করছি আমরা।
আগামী ৭ দিনের মধ্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পূর্বঘোষিত নির্ধারিত ফি না কমালে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শামিম, রবিউল ইসলাম রবি, সুরেন পান্ডে, মোঃ বায়েজিদ হাসান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের

নিজস্ব সংবাদদাতা: কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের (চল্লিশোর্ধ্ব) শিরোপা জয় করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রায় ১৩ কেজি রৌপ্যসহ ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে আসামি বিহীনবিস্তারিত পড়ুন

  • সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মহাত্মা হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
  • কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
  • কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ২০ লক্ষ টাকার ভারতীয় পন্য জব্দ
  • সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন
  • সাতক্ষীরায় সাংবাদিক আবু সাঈদকে হু*মকি, থানায় জিডি
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গায় আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
  • সাতক্ষীরায় ভোমরা কাস্টমস্ সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির
  • সাতক্ষীরার ইছামতি ও কালিন্দী নদীর ভাঙনে বদলে যাচ্ছে মানচিত্র