বুধবার, মে ১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঐক্যবদ্ধ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন গঠনের উদ্যোগ

গত ৪ ও ৫ মে ২০২১ সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেইল থেকে ‘সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন’ এবং ‘সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব’ শীর্ষক প্রেসবিজ্ঞপ্তির প্রতি নিম্ন স্বাক্ষরকারীদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রথম দিনের প্রেসবিজ্ঞপ্তিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর উপস্থিতিতে এসোসিয়েশনের কমিটি গঠন এবং দ্বিতীয় দিনের প্রেসবিজ্ঞপ্তিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর নেতৃত্বে আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব শীর্ষক খবর প্রকাশ করা হয়েছে এবং এর ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃত পক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বিভিন্ন টেলিভিশনে কর্মরত রয়েছেন ২৪জন সাংবাদিক। এর অর্ধেক সদস্যকে অন্তর্ভুক্ত করে উল্লেখিত কমিটি গঠন করা হয়েছে। অবশিষ্ঠ টিভি সাংবাদিকদের সাথে আয়োজকবৃন্দ উক্ত সভা অনুষ্ঠান সম্পর্কে নুন্যতম কোন যোগাযোগ করেননি। ফলে সংগঠনটির নামে ‘সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’ উল্লেখ করা হলেও তা সকল টিভি সাংবাদিকের প্রতিনিধিত্ব করে না।

তাছাড়া সভা অনুষ্ঠানের পূর্বের দিন অর্থাৎ ৩ মে রাতে বিবৃতিদাতা সদস্যদের মধ্য হতে আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীকে সকল টিভি সাংবাদিককে নিয়ে এ ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। কিন্তু প্রেসক্লাবের সভাপতি সে প্রস্তাবে সাড়া না দিয়ে বরং তড়িঘড়ি করে পরদিন এ ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠায় সম্পৃক্ত থেকে সাতক্ষীরা প্রেসক্লাবের টিভি সাংবাদিক সদস্যদের বিভক্তির মুখে ঠেলে দিয়েছেন।

যেহেতু সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সভাপতির নিরপেক্ষতা এবং সভাপতি গঠনতান্ত্রিক প্রধান হওয়ায় সদস্যদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করাটা তার অন্যতম দায়িত্ব। কিন্তু তিনি তা না করে টিভি সাংবাদিকদের বিভক্তিমূলক এই ধরনের সংগঠনে নিজেকে সম্পৃক্ত করে এবং প্রেসক্লাবের ই-মেইল থেকে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়ে ‘সকল সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতা সুদৃঢ় করা’ এর পরিবর্তে সকলকে বিভক্তির মুখে ঠেলে দিয়েছেন।

বিবৃতিদাতারা এই তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সদ্য ঘোষিত ‘সাতক্ষীরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন’ সাতক্ষীরার সকল টিভি সাংবাদিকদের সংগঠন না হওয়ায়, এনিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ঠ মহলসহ সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন। একই সাথে দ্রæত সময়ের মধ্যে সাতক্ষীরায় কর্মরত সকল টিভি সাংবাদিকের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন গঠনকল্পে সর্বজন শ্রদ্ধেয় প্রবীন টিভি সাংবাদিক, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর উপর দায়িত্ব অর্পন করেছেন।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, ডিবিসি’র সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, বাংলা টিভির সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী এবং মোহনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল। এছাড়া দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাসহ আরো অনেকে এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। প্রেসবিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিববিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সকল ঔষধ ব্যবসায়ীদেরকে নিয়ে নকল, ভেজাল, রেজিস্ট্রিশনবিহীন ওবিস্তারিত পড়ুন

৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণকাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার

শেখ জিল্লু: সাতক্ষীরার কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম বেত্রবতী সেতু নির্মাণকাজ কিছুটা শুরু হয়েবিস্তারিত পড়ুন

  • ‘নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না’: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার ব্রি.জে. আহসান হাবিব খান
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
  • সাতক্ষীরায় ‘হিট স্ট্রোকে’ শিক্ষকের মৃত্যু
  • প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট
  • ৯ বছর পর সমাজসেবা থেকে ফেরত পেলো সাতক্ষীরা আহছানিয়া মিশনের রেজিস্ট্রেশন
  • তৃষ্ণার্ত পথিকের মাঝে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির বিশুদ্ধ পানি বিতরণ
  • সীমাহীন দূর্নীতিতে ভোমরা কাস্টমস শুল্ক স্টেশন! মাসে ফলের ট্রাক থেকে আয় ২ কোটি টাকা!
  • সাতক্ষীরায় তীব্র গরমে ইয়ুথ এডাপটেশন ফোরামের স্যালাইন ও লিফলেট বিতরণ
  • কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন সাইফুল্যাহ আজাদ
  • দেবহাটায় সেনা সদস্যর গাছ কাটায় থানায় অভিযোগ
  • সাতক্ষীরায় স‍্যালাইন ও পানি বিতরণ
  • সড়ক দুর্ঘটনা রোধকল্পে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট