শনিবার, মে ১৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

কলারোয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

“বঙ্গবন্ধুর দর্শন- সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্যে কলারোয়া উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে কলারোয়া উপজেলা অডিটরিয়ামে সমবায় দিবস উপজলক্ষ্যে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও সমবায় পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন।

আলোচনা সভার শুরুতেই পবিত্র ক্বোরান তেলওয়াত করেন কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক উৎপল সাহা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, সদ্য অবসরে যাওয়া সমবায় কর্মকর্তা নওসের আলী প্রমুখ।
বিভিন্ন সমবায় সমিতির প্রধানগন দিক নিদর্শনমূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার ৩৩৯টি সমবায় সমিতির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- ‘বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে অনেক সমবায় সমিতি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। আমরা সর্বশক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই।’

এসময় খুলনা অঞ্চলে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলারোয়া কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) কে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ শুভেচ্ছা স্মারক হিসাবে ও ক্ষুদ্রঋণ পরিচালনায় অবদানের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। সেগুলো হলো-
১. সবুজ বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড মির্জাপুরকে।
২. টনিমাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড চান্দুড়িয়াকে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পানি ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতিস্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়-
৩. পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড পানিকাউরিয়াকে।
৪. উপজেলা পর্যায়ে সমবায় সমিতির “মডেল ” উপাধি পাওয়া সীমান্ত বহুমূখী সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
৫. সমবায় হিসাব রক্ষনে ডিজিটাল পদ্ধতি ব্যবহারকারী সমবায় সমিতি হিসাবে কলারোয়া ম্যাসেঞ্জার সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
৬. উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসাবে আবু বক্কর সিদ্দিক বাবু কামারালী পল্লি উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
৭. এছাড়াও উপজেলা পর্যায়ে সর্বোচ্চ অডিট ফি (সরকারী রাজস্ব) ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী কেন্দ্রীয় সমবায় সমিতিকে (বিআরডিবি) ক্রেষ্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন সমাপনি বক্তব্যে বলেন- ‘বিগত বছরের এই দিনে জাতীয় সমবায় দিবসে কলারোয়া উপজেলা সমবায় অধিদপ্তর খুব জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান করেছিল কিন্তু বিশ্বব্যাপী করোনার কারনে আজ তা সংক্ষিপ্ত পরিসরে করতে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে কলারোয়া সমবায় অধিদপ্তরের উপর খুব সন্তোষ্ট। আমি আগামীতে কলারোয়ার ৩৩৯টি সমবায় সমিতির উত্তরাত্তোর সমৃদ্ধি কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কয়লা ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠন

কলারোয়ার কয়লা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। নজরুল ইসলামবিস্তারিত পড়ুন

খুলনায় তারুণ্যের সমাবেশ সফল করতে কলারোয়ায় বিএনপি’র প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: খুলনা বিভাগীয় তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের প্রস্তুতি সভা

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ার মুরারীকাটি হাইস্কুলের নতুন সভাপতি তপুকে ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ভারতীয় মালামাল আটক
  • কলারোয়ায় ৬ ইউনিয়নে যুবদলের মতবিনিময় সভা
  • কলারোয়ার ইউএনও’র সাথে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাত
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ইমিটেশন গহনাসহ বিভিন্ন পণ্য উদ্ধার
  • কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা
  • কলারোয়ায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার
  • কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার