শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ওপারে ভারতের সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, আটক-১

ভারত সীমান্তে বাংলাদেশি যুবতীর রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে সে দেশের এক ব্যক্তিকে।

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের ওপারে ভারত সীমান্তে ফসলী ক্ষেতের ভেতর ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের ওপারে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত লাগোয়া ফসলি ক্ষেতে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রক্তাক্ত ও মুখমন্ডল পুড়িয়ে দেয়া যুবতীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় সে বাংলাদেশি, থাকতো মুম্বাইয়ে। ওই ঘটনায় পার্শ্ববর্তী এক ভারতীয় ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

ওপারের গোবিন্দপুর গ্রামের গোলাম মল্লিক, রুবেল, শাহাদতসহ বেশ কয়েকজন ইন্টারনেটে কলারোয়া নিউজকে জানান, সীমান্তে ক্ষেতের ভেতর মঙ্গলবার উদ্ধার করা হয় যুবতীর মরদেহ। হাত-পা বাঁধা, পুড়িয়ে দেয়া হয়েছে মুখ। ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পরে মৃতের পরিচয় জানার পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করে পুলিশ।
পরে হাত-পা বাঁধা ওই যুবতী দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। মুম্বাইতে বিউটি পার্লারে কাজ করতেন বাংলাদেশি ওই যুবতী। দেশে ফেরার পথে এই ঘটনা দাবী পুলিশের।

তারা জানান, স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাজপুর গ্রামে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একটি কাকরোল ক্ষেতে আনুমানিক ২০ বছর বয়সী এক যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তার গলার নলি কাটা ছিল। মুখমন্ডল ওড়ানো পেঁচানো ও আগুনে ঝলসানো ছিলো। দেহের পাশ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ ও মোবাইল ফোন। লাশ উদ্ধারের ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে পার্শ্ববর্তী গ্রামের এক দালালকে।

তারা আরো জানান, কাকরোল ক্ষেতের মধ্যে হাত পা বাঁধা, গলার নলি কাটা অবস্থায় পড়েছিলো দেহ। যুবতীর মুখের এক পাশ পোড়া ছিল।সীমান্ত এলাকায় ওই যুবতীর বীভৎস দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রথম থেকেই এই ঘটনায় দালালচক্রে তত্ত্ব উঠে আসছিলো। ৭২ ঘণ্টার মধ্যেই সেই খুনের কিনারা করলো পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, মৃত যুবতী বাংলাদেশি। তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকার কাছে শ‍্যামপুরে।

ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত নিছার আলি মোল্লা নামে ভারতীয় এক দালালকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ। আটক ব্যক্তির বাড়ি স্বরূপনগরের বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীবাড়ি গ্রামে। তাকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে গ্রেফতার করা হয়।

জানা যায়, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ড. জবি থমাস কে., বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিনহা মহাপাত্র ও স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয়। ওই যুবতীর কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন, পোশাক, বাংলাদেশি ঠিকানা ও রক্তের নমুনাসহ মাটি সংগ্রহ করে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের একটি দল।

বিষয়টি নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে. ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, মুম্বইতে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারে কাজ করতেন ওই যুবতী। সেখান থেকে মোটা অর্থ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলো সে।

তিনি আরো জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। মৃত যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মনে করা হচ্ছে টাকা হাতাতেই পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। এই খুনে আরো কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

পেঁয়াজ রপ্তানি আনুষ্ঠানিকভাবেই বন্ধ ঘোষণা করেছে ভারত। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষবিস্তারিত পড়ুন

দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী

সুখবর দিলেন রাজ-শুভশ্রী দম্পতি। একটি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন টালিউড নায়িকা শুভশ্রীবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় আরও ১৪০ মহিষ আমদানি

বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত মহিষের একটি চালান ভারত থেকে আমদানি হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • ভারতের হারে উল্লাস, বাংলাদেশিদের বুকিং বন্ধ আরো দুই হোটেলে
  • পাকিস্তান তলাবিহীন ঝুড়ি, বাংলাদেশ এশিয়ার বাঘ: হর্ষ বর্ধন শ্রীংলা
  • বেনাপোল সীমান্তে ১২পিচ স্বর্ণেরবারসহ ৩ পাচারকারী আটক
  • কলারোয়ায় এই প্রথম ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট
  • কলারোয়ায় এলএসডি, মদসহ ৩ জন ভারতীয় আটক
  • এবার পুত্র সন্তানের বাবা হলেন অভিনেতা জিৎ
  • ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের গ্যালারি ফাঁকা!
  • সিকিমে বন্যায় নিহত বেড়ে ১৪, ২২ সেনাসহ নিখোঁজ ১০২
  • ভারতে গান্ধী জয়ন্তী: ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
  • যে কারণে ভারতে দূতাবাসের কার্যক্রম বন্ধ করল আফগানিস্তান
  • ভারতে ট্যুরিস্ট বাস খাদে, নিহত ৮
  • error: Content is protected !!