কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমান মাস্টার বহিষ্কার
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দেশের পাঁচ জেলায় বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তাদের মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান রয়েছেন।
বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোরের লালপুর থানা বিএনপির ২নম্বর যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার হরা হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদাল হোসেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতাশামুল আজিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আমান পৌরসভাধীন মুরারীকাটী ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক মাস আগে তিনি সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতিও নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচন সম্পর্কিত একাধিক সভায় তিনি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এরই জের ধরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, আরো কয়েকজন বিএনপির পদধারী নেতা প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করছেন বলে দলটির স্থানীয় সূত্র জানায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)