বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক গণশুনানী

সরকারি খরচে আইনগত সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমের সুফল ও গ্রামের অসহায়, গরীব মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচার-প্রচারণা ও অসহায় মানুষের সার্বিক সহযোগিতা করতে হবে। সরকার তৃনমুল পর্যায়ে আইনী সেবা পৌছে দিতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিরলসভাবে কাজ করছে। মুজিব বর্ষে জেলায় অসহায় মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা করতে হবে এমনটি বলেছেন প্রধান অতিথি জেলা লিগ্যল এইড অফিসার (সহকারী জজ) মনিরুল ইসলাম।

সোমবার (২৮ মার্চ) বিকাল ৪ টায় কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও (সহকারী জজ) মনিরুল ইসলাম এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার এই গণশুনানী অণুষ্ঠানের আয়োজন করে।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাঈদ আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি (জেলা লিগ্যাল এইড অফিসার) আরও বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এলাকার গরীব বা অসহায় মানুষ যে কোন সমস্যায় পড়লে আপনারা নির্ভয়ে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন।

আপনাদের সহযোগিতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরার সকল মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্ভব হবে।

গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের আইন সহায়তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন। সাতক্ষীরা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নতুন ভবনের ৩১১ নং রুমে আইনগত সহায়তা দেওয়া হয়।

কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব আনিছুর রহমানের পরিচালনায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উইমেন জব ত্রিয়েশন সেন্টারের পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলী, প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ, ইউপি সদস্য জাকির হোসেন, আনিছুর রহমান, ফরিদুজ্জামান, আব্দুল গফ্ফার, অনন্ত কুমার, আহসান, মফিজ উদ্দিন, ফরিদা খাতুন, মর্জিনা খাতুন, কদবানু খাতুন, আলী আহম্মদ, ফারুক হোসেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সাতক্ষীরা অফিসের অফিস সহকারি পেশকার ইশারব হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, সাংবাদিক, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসানসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ শতাধিক অসহায়, গরীব নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তথ্য অধিকার, আইন শৃঙ্খলাসহ কয়েকটি মাসিক সভা

কলারোয়া উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ, মাসিক আইন শৃঙ্খলাসহ উপজেলা প্রশাসনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির দুই দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ধানদিয়া চৌরাস্তায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
  • পেশাদারিত্বের সাথে মানবসেবা করতে চাই: সাতক্ষীরার এসপি মনিরুল ইসলাম
  • কলারোয়ার খোরদো বাজার কমিটির নির্বাচন।। সভাপতি বজলু, সম্পাদক আনারুল
  • কলারোয়ায় থানা পুলিশের সাথে সুধীজনদের মতবিনিমেষ সভা
  • কলারোয়ার মডেল মসজিদ: উদ্বোধন হয়েছে আড়াই বছর আগে, ‘অসম্পন্ন’ এখনো; ছাগল-কুকুরের বিচরণ!
  • কলারোয়ায় বিএসএইচ সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়া হাই -স্কুল নির্বাচনী পরীক্ষা-২৪ এর ফলাফল প্রকাশ
  • কলারোয়ায় বাজারের জননী আইস এন্ড কোল্ডস্টোরেজে ১ লাখ টাকা জরিমানা
  • কলারোয়ায় সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুল স্মরণসভা ও দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় ট্রাকের ধাক্কায় ট্রলি ও মহেন্দ্র ক্ষতিগ্রস্ত
  • কলারোয়ার বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে ছাত্রদল নেতাদের মতবিনিময়