শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে সরিষার কারণে পিছিয়ে যাচ্ছে ইরি ধানের চাষ!

কলারোয়ার জয়নগর ইউনিয়নের মাঠগুলোতে সরিষার আবাদ করতে গিয়ে ইরি ধান চাষের সময় অতিবাহিত হচ্ছে। স্বল্প সময়ে সরিষা চাষে সাফল্য মেলায় ছাড়ছেন না সরিষা চাষ বরং ঝুকে পড়ছেন কৃষকেরা সরিষা চাষের দিকে। এতে করে ইরি মৌসুমের ধান চাষের সময় পিছিয়ে যাচ্ছে।সঠিক সময়ে ধান চাষ করতে না পারায় আংশিক সমস্যার সম্মুখিন হতে হবে ইরি ধান চাষের। যেমন সার, কীটনাশকের ব্যাবহার প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় ব্যাবহারের প্রয়োজন পড়বে, সময় পিছিয়ে যাওয়ায় ধান ঘরে তোলার সময় ঝড় বৃষ্টির কবলে পড়তে হতে পারে এমনটাই আশা করছে কৃষকেরা।কিন্তু সরিষা চাষের ক্ষেত্রে সঠিক সময়ে আবাদ করাই মিলছে সরিষার বাম্পার ফলন।

জয়নগর ইউনিয়নের মাঠ গুলোতে লক্ষ করলে দেখা যাবে অধিকাংশ মাঠে সরিষার আবাদ ভালো হয়েছে কিন্তু ধান চাষের সময় পিছিয়ে যাচ্ছে।যানা গেছে সরিষা চাষ শুরু হয় নভেম্বরের শুরুর দিকে।পাঁকতে সময় লাগে ২/২.১৫মাস। ডিসেম্বরের মাঝামাঝি দিকে কিংবা জানুয়ারির মাঝামাঝির দিকে সরিষা পাঁকে।কিন্তু সেখানে অতিবাহিত হচ্ছে ধান চাষের ১মাস।যেখানে ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারির শুরুর দিকে ইরি ধান চাষের উপযুক্ত সময়, সেখানে জয়নগরের মাঠ গুলোতে সম্প্রতি শুরু করা হয়েছে ইরি ধানের চাষ। ১মাস অতিবাহিত হওয়ায় কৃষকেরা সময়কে গুরুত্ব দিয়ে তড়ি ঘড়ি করে জমি তৈরী করছে ধান রোপন জন্য। আর সেই কারণে ব্যাস্ত সময় পার করছে এই এলাকার কৃষকেরা।

কৃষক সুবোধ দাস জানিয়েছেন সরিষা চাষ করতে গিয়ে ইরি মৌসুমের ধান চাষের সময় অতিবাহিত হচ্ছে কিন্তু এতে করে ধান চাষে বিশেষ কোন সমস্যার সম্মুখিন হতে হবে না তবে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যাবহার বেশি লক্ষ করা যাবে।

কৃষক রশিদ সরদার ও রফিকুল বিশ্বাস জানিয়েছেন একি সাথে দুইটি ফসল সরিষা ও ধান পাওয়ায় কৃষকেরা ছাড়ছে না সুযোগ আর যার কারণে ধান চাষের সময় অতিবাহিত হচ্ছে।তিনি আরও জানান ১ মাস অপেক্ষা করে জমি ফেলে রাখতে হতো ইরি ধান চাষের জন্য আর বর্তমানে সেই ১ মাসের সুযোগ কাজে লাগিয়ে সরিষা চাষ করতে গিয়ে পিছিয়ে পড়তে হচ্ছে ধান চাষের সময়।সরিষার ভালো ফলন পাওয়া গেছে তেমনি ধানের ভালো ফলন আশা করছেন তারা। একি সাথে দুই ফসল পাওয়ায় কৃষকেরা খুশি।

জয়নগর ইউনিয়ন ব্লক সুপারভাইজার তাপস মজুমদার জানিয়েছেন আবহওয়া সরিষা চাষের জন্য উপযোগী এবং কম সময়ে সরিষা চাষ সম্ভব তাই কৃষকদের ধান চাষের পাশা পাশি সরিষা চাষে উদ্ভুদ্ধ করা হয়।যাতে করে ইরি মৌসুমে ধান চাষের জন্য জমি ফেলে রাখতে হয় না।ইরি ধান চাষের সময়টা পিছিয়ে গেলেও ধানের ফলনে কোন কমতি হবে না তবে সারের ব্যাবহার বেশি হতে পারে বলে তিনি মনে করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বেহাল দশার হাসপাতাল রোডের সংষ্কার কবে?

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়ক—হাসপাতাল রোডটিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে রাস্তার কালভার্ট ভেঙ্গে মরন ফাঁদ!

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছি‌ বাজার থেকে গাড়াখালি রাস্তার বিলাত‌‌ আলী‌ গাজীর বাড়িরবিস্তারিত পড়ুন

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

  • বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ
  • কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..